জাতীয় দলের সকল খেলোয়াড় ‘বাংলাদেশ দলের খেলা বাদ দিয়ে কোনো লিগ খেলতে যাব না’ এমন শর্তে স্বাক্ষর করেছেন। ফলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি অংশে খেলা সম্ভব ছিল না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের।
কারণ সেই একই সময়ে ইংল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ হওয়ার কথা ছিল। এই ওয়ানডে সিরিজ আবার ছিল বিশ্বকাপ সুপার লিগের অংশ। কিন্তু মঙ্গলবার আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে সিরিজটি ১৮ মাস পিছিয়ে দেয়ার কথা জানিয়েছে দুই দেশের ক্রিকেট বোর্ড।
যার ফলে এখন আইপিএল খেলতে আর বাধা থাকছে না সাকিব-মোস্তাফিজের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, সাকিব-মোস্তাফিজ চাইলে তাদেরকে আইপিএল খেলার অনুমতি ও দেয়া হবে।
মঙ্গলবার ক্রিকেটভিত্তিক এক ওয়েবসাইটে আকরাম খান বলেছেন, হ্যাঁ! ওরা (সাকিব-মোস্তাফিজ) যদি আবেদন করে এবং আমাদের যদি কোনো আন্তর্জাতিক খেলা না থাকে, তাহলে ওরা আইপিএলে যেতে পারে। তবে এ বিষয়ে ওদের কাছ থেকে এখনও কোনো চিঠি পাইনি। চিঠি পেলে বোর্ড সিদ্ধান্ত জানিয়ে দেবে।