আরএমপি নিউজঃ দক্ষিণ-পূর্ব স্পেনের আন্দালুসিয়ার বিস্তীর্ণ বনাঞ্চল বিধ্বংসী দাবানলে টানা চার দিন ধরে পুড়ছে । রবিবার (১২ সেপ্টেম্বর) আগুন নিয়ন্ত্রণে আনতে সেনা নামাতে বাধ্য হয়েছে প্রশাসন।
বুধবার থেকে শুরু হওয়া এই দাবানলে এখনও পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৬,০০০ হেক্টর বনভূমি। বনভূমির আশপাশের শহর থেকে কমপক্ষে ২,০০০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে ।
এখন পর্যন্ত ৪০০ জনের বেশি দমকলকর্মী ও ৪১টি আগুন নেভানোয় সাহায্যকারী বিমানের সাহায্যে দাবানল নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। এখন তাঁদের সঙ্গে কাজ করছে সেনাবাহিনীও। আগুন নিয়ন্ত্রণে আনতে শুক্রবার মারা গিয়েছেন ৪৪ বছর বয়সি এক দমকলকর্মী।
আন্দালুসিয়ার আঞ্চলিক প্রেসিডেন্ট জানান, ঠিক কী কারণে আগুনের সূত্রপাত, তা খতিয়ে দেখা হবে। সূত্রঃআনন্দবাজার