আরএমপি নিউজঃ আরএমপি ডিবি রাজশাহী মহানগরীতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫২ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। এসময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।
আটককৃতরা হলো রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার বড়বনগ্রাম পাঁচানীপাড়া গ্রামের মোঃ আজিম উদ্দিনের ছেলে মোঃ জিয়ারুল হক(৪৬) এবং বড়বনগ্রাম শেখপাড়া গ্রামের মোঃ ফরিদ শেখের ছেলে মোঃ রাহিদ শেখ(১৯)।
রাজশাহী মহানগর এলাকাকে অপরাধ মুক্ত ও মাদক-চোরাচালান নির্মূল করার লক্ষ্যে রাজশাহী মহানগর পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয়ের নির্দেশে কাজ করছে আরএমপি।
এরই ধারাবাহিকতায় গত ২০ সেপ্টেম্বর ২০২১ রাত ৯.০৫ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ আরেফিন জুয়েল এর সার্বিক তত্ত্বাবধায়নে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব মোঃ আব্দুল্লাহ আল মাসুদ এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক জনাব মোঃ মশিয়ার রহমান, এসআই মোঃ নুরন্নবী হোসেন ও তার টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, শাহমখদুম থানার বড়বনগ্রাম পাঁচানীপাড়া এলাকায় দুইজন ব্যক্তি মাদক ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে।
উক্ত সংবাদের প্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম রাত ৯.১৫ টায় ঘটনাস্থলে পৌঁছে দুই ব্যক্তিকে আটক করে। এসময় তাদের দখল হতে ১০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫২ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।