Wednesday, 20 November 2024

   11:21:06 AM

logo
logo
এএসপি সহিদার রহমানের ইন্তেকাল

3 years ago

আমরা গভীর দুঃখের সাথে জানাচ্ছি, বাংলাদেশ পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার সহিদার রহমান (৫৭) এক ধরনের ক্যান্সার মাল্টিপল মাইলোমা রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ২৯ অক্টোবর ২০২১খ্রি. (শুক্রবার) সকাল ৯টা ৪০ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতাল, ঢাকায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি র‌্যাব-৩, রংপুরে কর্মরত ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী এবং দুই সন্তানসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার গ্রামের বাড়ি রংপুর জেলার কাউনিয়া থানার উদয় নারায়ন মাতৃহাড়ি গ্রামে।

তিনি ১৯৮৯ সালের ৭ আগস্ট আউটসাইড ক্যাডেট হিসেবে সাব ইন্সপেক্টর (এসআই) পদে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। ২০২০ সালের ৩ জুন থেকে র‌্যাব-১৩, রংপুরে কর্মরত ছিলেন তিনি।

তার মৃত্যুতে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) শোক প্রকাশ করেছেন।

আইজিপির শোক

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) সিনিয়র এএসপি সহিদার রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আজ (শুক্রবার) এক শোকবার্তায় আইজিপি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।