Thursday, 14 November 2024

   09:22:17 AM

logo
logo
রাজশাহী মহানগরীর পবা উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আরএমপি'র নিষেধাজ্ঞা

2 years ago

আরএমপি নিউজঃ এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৮/১১/২০২১ খ্রিঃ তারিখে রাজশাহী মহানগরীর পবা উপজেলার দর্শনাপাড়া, হুজুরীপাড়া, হড়গ্রাম, হরিপুর, দামকুড়া, পারিলা ও বড়গাছি  ইউনিয়ন পরিষদের সাধারন নির্বাচন উপলক্ষে রাজশাহী মহানগর (বোয়ালিয়া, বেলপুকুর ও কাটাখালী থানা ব্যতিত) এলাকার ৬৮টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশন সচিবালয়,ঢাকার স্মারক নং-১৭.০০.০০০০.০৭৯.৪১.০৩৯.২১.-৫০৯ তারিখ-১৪/১১/২০২১খ্রিঃ অনুসরণে উক্ত নির্বাচন  উপলক্ষে নির্বাচনী এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা, ভোট কেন্দ্রের নিরাপত্তা ও সাধারণ জনগণের নির্বিঘ্নে চলাচলের নিমিত্তে আগামী ২৭/১১/২০২১ তারিখ দিবাগত মধ্যরাত ১২.০০ ঘটিকা হতে ২৮/১১/২০২১ খ্রিঃ তারিখ মধ্যরাত ১২.০০ ঘটিকা পর্যন্ত রাজশাহী মহানগরী এলাকায় (বোয়ালিয়া, বেলপুকুর ও কাটাখালী থানা ব্যতিত) (১) ট্রাক ও  (২) পিক আপ যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এছাড়া ২৬ নভেম্বর/২০২১ তারিখ দিবাগত মধ্যরাত ১২.০০ ঘটিকা হতে ২৯নভেম্বর/২০২১ তারিখ মধ্যরাত ১২.০০ ঘটিকা পর্যন্ত রাজশাহী মহানগরীর উল্লিখিত নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

অনুরুপভাবে নির্বাচন কমিশন সচিবালয়, ঢাকার স্মারক নং-১৭.০০.০০০০.০৭৯.৪১.০৩৯.২১.-৫০৮ তারিখ-১৪/১১/২০২১খ্রিঃ অনুসরণে আগামী ২৭/১১/২০২১ তারিখ দিবাগত মধ্যরাত ১২.০০ ঘটিকা হতে ২৮/১১/২০২১ খ্রিঃ তারিখ মধ্যরাত ১২.০০ ঘটিকা পর্যন্ত সংশ্লিষ্ট পৌর এলাকায় কতিপয় নৌ-যান যথা-লঞ্চ, ইঞ্জিন চালিত সকল ধরনের নৌ-যান, স্পীড বোট (ভোটারদের চলাচলের ব্যবহৃত ক্ষুদ্র নৌযান ব্যতিত), স্পীড বোট চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এ নিষেধাজ্ঞা সংশ্লিষ্ট রির্টানিং অফিসারের অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী/তাঁদের নির্বাচনী এজেন্ট, দেশী/ বিদেশী পর্যবেক্ষকদের  (পরিচয়পত্র থাকতে হবে) ক্ষেত্রে শিথিলযোগ্য। তাছাড়া, নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশী বিদেশী সাংবাদিক (পরিচয়পত্র থাকতে হবে), নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক এবং কতিপয় জরুরী কাজে যেমন- এ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রমে ব্যবহারের জন্য উল্লিখিত যানবাহন চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। এতদ্ব্যতীত জাতীয় মহাসড়ক (Highways),বন্দর  ও জরুরী পণ্য সরবরাহসহ  অন্যান্য জরুরী প্রয়োজনে উল্লিখিত যানবাহন চলাচলের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। এছাড়া জনসাধারণের চলাচলের একমাত্র মাধ্যম হিসেবে নৌ-যান ও দূর পাল্লার নৌ-যান চলাচলের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।