Wednesday, 20 November 2024

   12:24:20 AM

logo
logo
রাজশাহীতে বেলুন ফেস্টুন উড়িয়ে পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা ২০২২ এর উদ্বোধন করলেন আইজিপি

2 years ago

আরএমপি নিউজঃ রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশ, রাজশাহী'র যৌথ উদ্যোগে রাজশাহীতে বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হলো বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা ২০২২।

আজ ৩ জানুয়ারি ২০২২ সোমবার বিকেল সাড়ে ৩ টায় রাজশাহী পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হলো বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা ২০২২ । ড. বেনজীর আহমেদ বিপিএম (বার), ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া ২০২২ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জীশান মীর্জা, সভানেত্রী, বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)।

এসময় উপস্থিত ছিলেন জনাব খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার), পিপিএম, প্রিন্সিপ্যাল (এ্যাডিশনাল আইজি), বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহী, জনাব মোঃ আবু কালাম সিদ্দিক, পুলিশ কমিশনার, আরএমপি, জনাব মোঃ আব্দুল বাতেন বিপিএম, পিপিএম, ডিআইজি, রাজশাহী রেঞ্জ ও জনাব  এ বি এম মাসুদ হোসেন বিপিএম (বার), পুলিশ সুপার, রাজশাহী।

অনুষ্ঠানের শুরুতেই মনোরম প্যারেড প্রদর্শন করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশ, রাজশাহী'র খেলোয়াড়বৃন্দ। এরপর আইজিপি মহোদয় রং বেরংয়ের বেলুন ফেস্টুন উড়িয়ে বার্ষিক পুলিশ সমাবেশ-২০২২ এর শুভ উদ্বোধন ঘোষনা করেন।

এরপর দুই জন ক্রীড়াবিদের মশাল প্রজ্জ্বলনের মাধ্যমে খেলার আনুষ্ঠানিকতা শুরু হয়। পর্যায়ক্রমে ১০০ মিটার দৌঁড়, বালিশ বদল, ১০০ মিটার হাঁটা, রশি টানাটানিসহ অনেক ইভেন্টে খেলা অনুষ্ঠিত হয়।

আইজিপি মহোদয় বক্তব্য প্রদানকালে বলেন, ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। বছরে এ একটি দিনের জন্য প্রতিটি পুলিশ সদস্য ও তাদের পরিবার অপেক্ষায় থাকে। পুরো অনুষ্ঠানটি ছিল গোছালো ও সুশৃংখল। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশ, রাজশাহী সুন্দর একটি ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত করায় সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে প্রধান অতিথি তাঁর বক্তব্য শেষ করেন।

ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিশেষ অতিথি কেন্দ্রীয় পুনাক সভানেত্রী জনাব জীশান মীর্জা খেলোয়াড়দের মাঝে পুরস্কার প্রদান করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) জনাব মো: সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব মোঃ মজিদ আলী বিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ রশীদুল হাসান পিপিএম ও উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) জনাব মোঃ সাজিদ হোসেন সহ আরএমপি ও জেলা পুলিশ, রাজশাহী’র উর্ধ্বতন কর্মকর্তাগণ।