মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে কর্মরত BANFPU-1 (Rotation-8), MINUSMA, Bamako, Mali এর পক্ষ হতে ক্যাম্পের অভ্যন্তরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন কমান্ডার হাসান মোঃ শওকত আলী এবং অন্যান্য কর্মকর্তাগণ ও সদস্যবৃন্দ।
এরপর বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক (BPWN) এর পক্ষ থেকে অ্যাডমিন অফিসার মোসাঃ লিজা বেগমের নেতৃত্বে কন্টিনজেন্টের নারী সদস্যবৃন্দ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
MINUSMA -এর পুলিশ কমিশনার (Gen. Bettina Patricia Boughani) জেনারেল বেটিনা প্যাট্রিসিয়া বোঘানি ও Mr. Samuel Hammanjabu (UNPOL Deputy Chief of Operations & FPU Coordinator) BANFPU-1 ক্যাম্পের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। দিবসটি উপলক্ষে BANFPU-1 (Rotation-8), MINUSMA, Bamako, Mali আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন MINUSMA এর পুলিশ কমিশনার (Gen. Bettina Patricia Boughani) জেনারেল বেটিনা প্যাট্রিসিয়া বোঘানি, বিশেষ অতিথি ছিলেন Mr. Samuel Hammanjabu, UNPOL Deputy Chief of Operations & FPU Coordinator), কর্ণেল মোহাম্মদ হুমায়ূন কবির, এএফডব্লিউসি, পিএসসি, Deputy Chief Service Delivery, MINUSMA) এবং কর্ণেল সাজ্জাদ, DCOS Support, MINUSMAসহ MINUSMA FPU Coordination Office-এ কর্মরত বিভিন্ন দেশের পুলিশ কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে পুলিশ কমিশনার Gen. Bettina Patricia Boughani অমর একুশের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন এবং শ্রদ্ধাচিত্তে স্মরণ করেন ভাষা শহীদদের। তিনি আন্তর্জাতিক পরিমন্ডলে মাতৃভাষা দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের সাফল্যের কথাও উল্লেখ করেন পুলিশ কমিশনার । আলোচনা অনুষ্ঠান শেষে সংক্ষিপ্ত সাংস্কৃতিক সন্ধ্যায় ভাষা দিবসের গান, কবিতা ও গীতি-নাটিকা পরিবেশন করা হয়। দিবসটি আয়োজনে সার্বিক প্রস্তুতির জন্য পুলিশ কমিশনার BANFPU-1 (Rotation-8), MINUSMA, Bamako, Mali -র ভূয়সী প্রশংসা করেন। কন্টিনজেন্ট কমান্ডার জনাব হাসান মোঃ শওকত আলী ধন্যবাদ জ্ঞাপন করে ভাষা আন্দোলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভূমিকা তুলে ধরেন এবং উল্লেখ করেন ভাষা আন্দোলনের মধ্যেই মুক্তিযুদ্ধের বীজ নিহিত ছিল। ধন্যবাদ জ্ঞাপনপূর্বক অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।