Wednesday, 13 November 2024

   12:57:06 PM

logo
logo
ষোড়শ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০১৯

4 years ago

এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাইতেছে যে, ষোড়শ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০১৯ এর লিখিত পরীক্ষা আগামী ১৫/১১/২০১৯ তারিখ (শুক্রবার) স্কুল-২ ও স্কুল পর্যায়ের পরীক্ষা সকাল ০৯.০০ ঘটিকা হইতে ১২.০০ ঘটিকা পর্যন্ত ১৫ টি পরীক্ষা কেন্দ্রে  এবং আগামী ১৬/১১/২০১৯ তারিখ (শনিবার) কলেজ পর্যায়ের  পরীক্ষা সকাল ০৯.০০ ঘটিকা হইতে ১২.০০ ঘটিকা পর্যন্ত ১৮ টি কেন্দ্রে অনুষ্ঠিত হইবে। উক্ত পরীক্ষা চলাকালীন আইন-শৃংখলা রক্ষা করার নিমিত্তে আমি নিম্নস্বাক্ষরকারী পুলিশ কমিশনার, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৯(ক), ২৯(খ) ও ৩০ ধারার অর্পিত ক্ষমতাবলে আগামী ১৫/১১/২০১৯ তারিখ এবং ১৬/১১/২০১৯ তারিখ পরীক্ষা চলাকালীন সময়ে নির্বিঘ্নে বর্ণিত পরীক্ষা কেন্দ্রসমূহের চতুর্দিকে ২০০ (দুইশত) গজের মধ্যে সকল প্রকার মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন এবং ০৪ (চার) জনের অধিক একত্রে চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হইবে।

 

১.    রাজশাহী সরকারি সিটি কলেজ, রাজশাহী

২.    বি.বি. হিন্দু একাডেমী, রাজশাহী

৩.    রাজশাহী সরকারি মহিলা কলেজ, রাজশাহী

৪.    রাজশাহী কলেজিয়েট স্কুল, রাজশাহী

৫.    রাজশাহী সরকারি পিএন বালিকা উচ্চ বিদ্যালয়, রাজশাহী

৬.    রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়, রাজশাহী

৭.    বরেন্দ্র কলেজ, রাজশাহী

৮.    বঙ্গবন্ধু ডিগ্রী কলেজ, রাজশাহী

৯.    নিউ গভঃ ডিগ্রী কলেজ, রাজশাহী

১০.   গভঃ ল্যাবরেটরী হাইস্কুল, রাজশাহী

১১.   হাজী মুহাম্মদ মুহসীন সরকারী উচ্চ বিদ্যালয় (রাজশাহী সরকারি মাদ্রাসা), রাজশাহী

১২.   সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, হেলেনাবাদ, রাজশাহী

১৩.   সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ, রাজশাহী

১৪.   হাজী জমির উদ্দিন শাফিনা মহিলা কলেজ, রাজশাহী

১৫.   মিশন বালিকা উচ্চ বিদ্যালয়, রাজশাহী

১৬.   লক্ষিপুর বালিকা উচ্চ বিদ্যালয়, রাজশাহী

১৭.   অগ্রণী স্কুল এন্ড কলেজ, রাজশাহী

১৮.   রাজশাহী কোর্ট মহাবিদ্যালয়, রাজশাহী