আরএমপি নিউজঃ স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে '' আমার টাকায় আমার সেতু, বাংলাদেশের পদ্মা সেতু'' এই শ্লোগানে আনন্দ র্যালি করেছে আরএমপি।
গতকাল ২৫ জুন ২০২২ ছিলো বাঙালী জাতির জীবনে এক অবিস্বরণীয় দিন। স্বপ্নের পদ্মা সেতু শুধু রড-সিমেন্টের অবকাঠামো নয়। এটি বাংলাদেশের অহংকার, আত্মমর্যাদা ও সক্ষমতার প্রতীক। স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে দিনটিকে স্মরণীয় করে রাখতে সারা দেশবাসীর ন্যায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেন। এর মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পদ্মা সেতুর ছবি সম্বলিত ব্যানার ফেস্টুন প্রদর্শন, আরএমপি'র থানা, ফাঁড়ি-সহ সকল স্থাপনায় আলোকসজ্জা করণ, পুলিশ লাইনসে্ পুলিশ সদস্যদের বড় পর্দায় উদ্বোধনী অনুষ্ঠান দেখানোর ব্যবস্থা এবং নগরীতে বর্ণ্যাঢ্য আনন্দ র্যালির আয়োজন। র্যালিটি সকাল ৮.৩০ টায় নগর ভবন পশ্চিম প্রান্ত থেকে শুরু হয়ে এ এইচ এম কামারুজ্জামান স্মৃতি চত্বরে শেষ হয়। র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপি'র সম্মানিত পুলিশ কমিশনার জনাব মো: আবু কালাম সিদ্দিক মহোদয়।
পরবর্তীতে পুলিশ কমিশনার মহোদয় সকাল ৯.৩০ টায় পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে জেলা প্রশাসন, রাজশাহী'র আয়োজনে বর্ণাঢ্য র্যালিতে অংশ নেন এবং সকাল ১০ টায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) জনাব মো: সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব মো: মজিদ আলী বিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মো: রশীদুল হাসান পিপিএম, উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) জনাব মো: সাজিদ হোসেন, আরএমপি'র ঊর্ধ্বতন কর্মকতা-সহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।
এছাড়াও আরএমপি'র বিভিন্ন থানার কমিউনিটি পুলিশিং ও স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।