Friday, 15 November 2024

   05:17:02 PM

logo
logo
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষ্যে আরএমপি'র নোটিশ

1 year ago

আরএমপি নিউজ : সারা দেশের ন্যায় রাজশাহী মহানগরীতে আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ, ১২ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি জুশনে জুলুশ (শোভাযাত্রা), মিলাদ-ওয়াজ মাহফিল ও ধর্মীয় সভাসহ বিভিন্ন ধরণের অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্‌যাপিত হবে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ)। এ উপলক্ষ্যে রাজশাহী মহানগর এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষার নিমিত্ত কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

দিনটি উপলক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৬ এর ১(ঢ); ২৯ এর ১ (ক), (খ) ও ৩৩(গ) ধারার অর্পিত ক্ষমতাবলে আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ রাজশাহী মহানগর এলাকায় আতশবাজি, পটকা ফুটানোসহ অন্যান্য ক্ষতিকারকদ্রব্য ব্যবহার, অস্ত্র-শস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা বা লাঠি ও বিস্ফোরকদ্রব্য বহন ও ব্যবহার এবং উচ্চস্বরে মাইক বাজানো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজ ২৬ সেপ্টেম্বর ২০২৩ খ্রিষ্টাব্দ আরএমপি'র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার) কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সব তথ্য জানানো হয়।