আরএমপি নিউজ : রাজশাহী মহানগরীর পবা ও কাশিয়াডাঙ্গা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ২ কেজি গাঁজা ও ১০০ পিস ইয়াবাসহ ৪ ব্যক্তিকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃত আসামিরা হলেন মো: মিষ্টার সুজন (২০), মো: মেহেদী হাসান (২৪), মো: শফিকুল ইসলাম (৪০) ও মো: রাকিবুল ইসলাম রাজু (৩১)। মিষ্টার সুজন রাজশাহী জেলার বাগমারা থানার সৈয়দপুরের মো: আ: সামাদের ছেলে, মেহেদী হাসান একই থানার মাধাইমুড়ি গ্রামের মামুন কাজীর ছেলে, শফিকুল ইসলাম মির্জাপুর বিরহীর মৃত ফরিদ সরদারের ছেলে ও রাকিবুল ইসলাম রাজু রাজশাহী মহানগরীর গোলজারবাগ গুড়িপাড়ার মৃত বাদশা মিয়ার ছেলে।
ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ২৪ নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ (২৩ নভেম্বর দিবাগত) ভোর ৫:৩০ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার কে এম আরিফুল হক পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ড. মো: রুহুল আমিন সরকারের দিকনির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার মোসা: আরজিনা খাতুনের নেতৃত্বে এসআই মো: আ: করিম তালুকদার ও তাঁর টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন পবা থানার রহমান ক্লোড স্টোরেজের সামনে দিয়ে অটোরিক্সায় তিন ব্যক্তি গাঁজা বহন করে নওহাটা বাজারের দিকে আসছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম পবা থানার মধুসুদনপুরে রাজশাহী নওগাঁ মহাসড়কের পাশে চেক পোষ্ট স্থাপন করেন। সকাল সোয়া ৬ টায় সন্দেহজনক অটোরিক্সটি অতিক্রম করার সময় চালককে সংকেত দিয়ে অটোরিক্সাটি দাঁড় করান। এরপর অটোরিক্সায় যাত্রীবেশে থাকা আসামি মো: মিষ্টার সুজন, মো: মেহেদী হাসান ও মো: শফিকুল ইসলামকে ২ কেজি গাঁজাসহ আটক করে।
আরএমপি ডিবি'র অভিযানে ইয়াবাসহ গ্রেফতারকৃত আসামি
জিজ্ঞসাবাদে গ্রেফতারকৃত আসামিরা জানায়, তারা উক্ত গাঁজা নওগাঁ জেলার সদর থানার বালুডাঙ্গার মো: শামিমের কাছ থেকে ক্রয় করে দীর্ঘদিন যাবৎ ব্যবসা করে আসছে।
অপর একটি অভিযানে এসআই মো: আশরাফুল ইসলাম ও তাঁর টিম গতকাল ২৪ নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ (২৩ নভেম্বর দিবাগত) রাত পৌনে ১ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া এলাকা হতে আসামি মো: রাকিবুল ইসলাম রাজুকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আরএমপি’র পবা ও কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।