ভারতের রাজধানী দিল্লীর জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে মুখোশধারীদের হামালায় শিক্ষক-শিক্ষার্থীসহ ৩৪ জন আহত হয়েছেন। আহত শিক্ষক-শিক্ষার্থীদের হাসপাতালে ভর্তি করা হয়ছে।
রোববার রাতে এ হামলার ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে কি কারণে এই হামলা সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।
প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী জানায়, মুখোশধারীরা পাথর এবং লাঠি নিয়ে সন্ধ্যার দিকে হামলা চালায়। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের প্রফেসর অতুল সুদ বলেন, তারা ছোট পাথর নিয়ে হামলা করেনি, ওগুলো বড় পাথর ছিল এবং এতে আমাদের মাথা ফাটতে পারতো।
প্রসঙ্গত, ভারতের বিতর্কিত নাগরিকত্ব বিল পাসের পর দেশটির বিশ্ববিদ্যালয়গুলোতে সংঘর্ষের ঘটনা বেড়ে গেছে।