Friday, 15 November 2024

   11:12:12 PM

logo
logo
কনস্টেবল পারভেজ স্মরণে…

10 months ago

এত বলিদান, ত্যাগের পাহাড়, বিষণ্ন হাহাকার
ব্যর্থ হয়নি, কখনো হবেনা তোর

রক্তের আখরে উদ্ভাসিত গর্বের ইতিহাস
চৌদ্দ, তেইশ, একাত্তরের ভোর।

বন্ধু তোমার প্রতিটি রক্তকণা
আলো জ্বেলে দিবে আঁধারের গায়ে পথে
অপরাজেয়–নির্ভীক তুমি মৃত্যুর মুখোমুখি
ভয়হীন চিত্ত বলীয়ান হোক রক্তের শপথে।

সময়ের সাহসী সন্তান রক্ত দিয়েছে পথে
শোনো–সেই রক্ত কথা বলবেই বলবে!
পরাজিত চিরচেনা শকুনের ডানা ঝাপটানো
পিষে দিতে ওরা লড়বেই লড়বে।

পুলিশের প্রাণ বিফলে যায়নি
লিখা আছে ইতিহাসে
স্বজন বিয়োগে গুমোট রক্তক্ষরণ
অসহ্য হাহাকার বুকে, চিৎকার, নিঃশ্বাসে!

ক্লান্তদেহ বিষণ্নতা ঝেড়ে– উঠতে হবে জেগে
তোমাপানে চেয়ে আছে বত্রিশ কোটি আঁখি
তোমার হাতেই নতুন সূর্যোদয়
তুমিই জাতির ঘুম ভাঙানো পাখি।

ভূমিকার এতো প্রয়োজন নাই আজ
চাইনা কারো গালভরা মিথ্যা প্রবোধ!
সময় এখন যুদ্ধে যাওয়ার শোনো
ধমনীতে বাজে ভ্রাতৃ হত্যার প্রতিশোধ।
#বিনম্র শ্রদ্ধা ভালবাসা.

লেখক: মফিজুর রহমান পলাশ, সহকারী পুলিশ কমিশনার, ডিএমপি।