ওপেনিংয়ে নেমে মাত্র ৭ রান করেছেন মোহাম্মদ রিজওয়ান। একটি ছক্কায় ছিল তার এই ইনিংস। তবে এতেই দারুণ এক রেকর্ড গড়েছেন পাকিস্তান উইকেটরক্ষক। দেশ আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসে সবচেয়ে বেশি ছক্কার ইতিহাস গড়েছেন রিজওয়ান। তিনি ছাড়িয়ে গেছেন মোহাম্মদ হাফিজকে। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে তার ছক্কার সংখ্যা হল ৭৭টি। হাফিজের ছক্কার সংখ্যা ৭৬টি।নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে অবশ্য হেরে গেছে পাকিস্তান।
২১ রানের পরাজয়ে শাহিন শাহ আফ্রিদির দল ২-০ ব্যবধানে পিছিয়েও গেছে।আজ রবিবার হ্যামিল্টনে টস হেরে প্রথমে ব্যাট করতে নামা কিউইরা ফিন অ্যালেনের ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৯৪ রান করে। অ্যালেন ৪১ বলে ৭টি চার ও ৫টি ছক্কায় ৭৪ রান করে উসামা মিরের বলে বোল্ড হন। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান করা কেন উইলিয়ামসন চোট পেয়ে মাঠ থেকে উঠে যান। মিচেল স্যান্টনার ২৫ রান করে রান আউট হন।পাকিস্তান বোলারদের মধ্যে হারিস রউফ সর্বোচ্চ ৩টি উইকেট পান। আব্বাস আফ্রিদি ২টি উইকেট দখল করেন।১৯৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ১০ রানে দুই ওপেনার সাইম আইয়ুব ও রিজওয়ানকে হারায় পাকিস্তান। এরপর হাল ধরেন বাবর আজম ও ফখর জামান। এ দুজন ৮৭ রানের জুটি গড়েন। ফখর ২৫ বলে ৩টি চার ও ৫টি ছক্কায় ৫০ রান করে অ্যাডাম মিলনের বলে বোল্ড হন। বাবর টানা দ্বিতীয় ম্যাচে ফিফটি তুলে নেন। তবে তিনি ৪৩ বলে ৭টি চার ও ২টি ছক্কায় ৬৬ করে আউট হলে পাকিস্তানের আশা শেষ হয়ে যায়। শাহিন আফ্রিদি ২২ রান করেন।কিউই পেসার মিলনে ৪টি উইকেট লাভ করেন।ৱ
সূত্র: দৈনিক সংগ্রাম।