আরএমপি নিউজ : রাজশাহী মহানগরীর নিম্নবর্ণিত ২৭টি পরীক্ষা কেন্দ্রে আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ হতে ১৪ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ পর্যন্ত ২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা অনুষ্ঠিত হবে। লক্ষ্য করা যাচ্ছে রাজশাহী মেট্রোপলিটন এলাকার বিভিন্ন স্থানে উচ্চস্বরে মাইক, লাউড স্পীকার, সাউন্ডবক্স ইত্যাদি ব্যবহার করে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এতে শিক্ষার্থীদের বিশেষ করে এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা পরিবেশ বিঘ্নিত হচ্ছে। এজন্য উক্ত পরীক্ষা চলাকালীন শব্দ নিয়ন্ত্রণের নিমিত্ত কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।
পরীক্ষা উপলক্ষ্যে আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ হতে ১৪ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ পর্যন্ত পরীক্ষার্থীদের শিক্ষা পরিবেশ নির্বিঘ্ন , সুষ্ঠু ও স্বাভাবিক রাখার নিমিত্ত রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন ১৯৯২ এর ২৬ এর (ট) এর (ই) এবং ৩৩ এর (খ), (গ) ও (ঘ) ধারার অর্পিত ক্ষমতাবলে নিম্নবর্ণিত বিষয়ের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
(১) সর্ব সাধারণের ব্যবহার্য স্থানে বা এর সন্নিকটে লাউড স্পীকার ব্যবহার;
(২) কোনো প্রাঙ্গণ বা বাড়িতে মুখে বা বাদ্যযন্ত্রের সাহায্যে গান-বাজনা করা;
(৩) গান-বাজনা বা অন্যান্য শব্দ বড় করে শোনার জন্য মাইক্রোফোন, লাউড স্পীকার বা অন্য কোন যন্ত্র ব্যবহার করা;
(৪) অন্য কোনো প্রক্রিয়ায় শব্দ করা;
(৫) কোনো প্রাঙ্গণ বা ব্যবসাকেন্দ্রে এমন কিছু ব্যবহার করা যাতে বিকট শব্দ হয়।
আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আজ ১৪ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ আরএমপি পুলিশ কমিশনার কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।