Friday, 15 November 2024

   09:21:49 AM

logo
logo
পিজিসিএলের আওতাধীন এলাকায় ৬০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা

9 months ago

পিজিসিএলের আওতাধীন এলাকায় ৬০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা

পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল) গ্যাস সঞ্চালন পাইপলাইনের সংস্কার কাজের জন্য ১৫ ফেব্রুয়ারি রাত ৮টা থেকে ১৮ ফেব্রুয়ারি সকাল ৮টা পর্যন্ত মোট ৬০ ঘণ্টা বগুড়াসহ ৪ জেলায় গ্যাস সরবরাহ সাময়িক বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।

পিজিসিএল কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিরাজগঞ্জের হাটিকুমরুল ইন্টারচেইঞ্জ এলাকায় অবস্থিত জিটিসিএল -এর ৩০ ইঞ্চি ব্যাসের গ্যাস সঞ্চালন পাইপলাইনের ১ দশমিক ৩২ কিলোমিটার অংশ প্রতিস্থাপন কাজের টাই-ইন/হুক-আপের জন্য ১৫ ফেব্রুয়ারি রাত ৮টা থেকে ১৮ ফেব্রুয়ারি সকাল ৮টা পর্যন্ত পিজিসিএল অধিক্ষেত্রাধীন এলাকা বগুড়া, রাজশাহী, সিরাজগঞ্জ ও পাবনা জেলার সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

তবে এই সময়ের আগে কাজ সম্পন্ন হলে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

পিজিসিএলের আওতাধীন এলাকা হলো- রাজশাহী জেলার রাজশাহী সিটি করপোরেশন, সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদর, উল্লাপাড়া ও শাহজাদপুর উপজেলা, পাবনা জেলার পাবনা সদর, বেড়া, সাঁথিয়া ও ঈশ্বরদী উপজেলা, বগুড়া জেলার বগুড়া সদর ও শাজাহানপুর উপজেলা।

এদিকে, ৩ দিন গ্যাস বন্ধের খবরে গ্রাহকদের মাঝে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। বিশেষ করে শিল্প, বাণিজ্যিকসহ আবাসিক গ্রাহকরা বেশি আতঙ্কিত। এতে কল-কারখানায় যেমন উৎপাদন ব্যাহত হবে তেমনি আবাসিক গ্রাহকরা ৩ দিন রান্না নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন।
 

সূত্র : ইউএনবি/নয়া দিগন্ত।