Wednesday, 13 November 2024

   07:04:08 AM

logo
logo
রমজান ও ঈদ উপলক্ষ্যে আরএমপি'র সতর্কতামূলক নির্দেশনা

7 months ago

আরএমপি নিউজ: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে রাজশাহী মহানগরবাসীর ঈদ আনন্দ নিরাপদ ও নির্বিঘ্ন করতে বেশ কিছু পরামর্শ দিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

আজ বুধবার (১৩ই মার্চ) ২০২৪ খ্রিস্টাব্দ আরএমপি'র পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, বিপিএম কর্তৃক  সতর্কতামূলক এই নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়েছে, ঈদে সবাই যেন স্বাচ্ছন্দে ও নিরাপদে কেনাকাটা করতে পারে এজন্য আরএমপি শপিংমলগুলোতে ও বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নিরাপত্তা নিশ্চিত করার কাজটি করে যাচ্ছে। তারপরেও কখনো কখনো কিছু দুর্ঘটনা ঘটে। এসব ঘটনা যাতে না ঘটে সেজন্য নিজে যেমন সতর্ক থাকতে হবে তেমনি কিছু পরামর্শও মেনে চলতে হবে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সতর্কতামূলক পরামর্শ মেনে চলার জন্য নগরবাসীকে আহ্বান জানিয়েছে।

সতর্কতামূলক নির্দেশনা সমূহ হলো:

১. ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃক ঘোষিত ঝুঁকিপূর্ণ ভবন এড়িয়ে চলুন;

২. ঝুঁকিপূর্ণ বিপনী-বিতান বা ভবনে প্রবেশের সময় যথাযথ সতর্কতা অবলম্বন করুন;

৩. যেসব বিপনী-বিতানগুলোতে/স্থানে ভিড় বেশি হয় সেসব জায়গা এড়িয়ে চলার চেষ্টা করুন অথবা অধিক সতর্কতা অবলম্বন করুন।

৪. নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করে এমন কোনো সিন্ডিকেট/এজেন্ট সম্পর্কে তথ্য দিন;

৫. যদি কোনো ব্যবসায়ী সরকারের বেঁধে দেওয়া দামের চাইতে বেশি দামে পণ্য বিক্রয় করে তার বিষয়ে তথ্য দিন;

৬. ভেজাল পণ্য তৈরি বা বাজারজাতকারী ও মজুতদারদের বিষয়ে তথ্য দিন;

৭. অধিক রাতে কেনাকাটা করা থেকে বিরত থাকুন;

৮. যেসব স্থানে অত্যাধিক ভীড় হওয়ার সম্ভাবনা থাকে সেই সব জায়গায় শিশুদের না নিয়ে যাওয়াই উত্তম;

৯. যত্রতত্র পার্কিং করে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করবেন না এবং ট্রাফিক আইন মেনে চলুন;

১০. মাদক ব্যবসায়ী, জুয়াড়ি  ও কিশোর গ্যাং সম্পর্কে তথ্য দিন।

যে কোনো জরুরি পুলিশী সহযোগিতার জন্য যোগাযোগ করতে বলা হয়েছে। পুলিশ কন্ট্রোল রুম- ০১৩২০-০৬৩৯৯৮, ০১৩২০-০৬৩৯৯৯ অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করা যাবে।