আরএমপি নিউজ: রাজশাহী মহানগরীর মতিহার থানার খোঁজাপুর এলাকায় অভিযান পরিচালনা করে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ঘটনা সূত্রে জানা যায়, আজ ২৬শে মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ (২৫ মার্চ দিবাগত) ভোর সাড়ে ৪ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (অতি: ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কে.এম.আরিফুল হক, বিপিএম,পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে এসআই মো: মিজানুর রহমান সরকার ও তাঁর টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন মতিহার থানার খোঁজাপুর এলাকায় এক মাদক ব্যবসায়ী ফেন্সিডিল বিক্রির জন্য অবস্থান করছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম ভোর ৫ টায় মতিহার থানার খোঁজাপুর এলাকায় অভিযান পরিচালনা করে।এসময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি মো: খাদেমুল ইসলাম পালা (৪৫) একটি বস্তা ফেলে কৌশলে পালিয়ে যায়। পরে আসামির ফেলে যাওয়া বস্তা থেকে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়। পলাতক আসামিকে গ্রেপ্তারের অভিযান অব্যহত আছে।