গত ২৪ ঘন্টায় (১৭/০১/২০২০ খ্রিঃ ০০.০০ ঘটিকা হতে ২৩.৫৯ ঘটিকা
পর্যন্ত) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ৩৯ জনকে আটক করা হয়েছে।
রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে
বোয়ালিয়া মডেল থানা-০৯ জন, রাজপাড়া থানা-০৩ জন, চন্দ্রিমা থানা-০২ জন, মতিহার
থানা-০৬ জন, কাটাখালী থানা-০২ জন, বেলপুকুর থানা-০১ জন, শাহমখদুম থানা-০১ জন,
এয়ারপোর্ট থানা-০১ জন, পবা থানা-০৩ জন, কাশিয়াডাঙ্গা থানা-০৪ জন, কর্ণহার
থানা-০১ জন ও দামকুড়া থানা-০৬ জনকে আটক করে। যার মধ্যে ১৩ জন
ওয়ারেন্টভূক্ত আসামী, ১৩ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১৩ জনকে
গ্রেফতার করা হয়েছে। বোয়ালিয়া থানা পুলিশ (১) মোঃ ইমরান আলী (২০)কে ৪২ পিচ
ইয়াবা ট্যাবলেট সহ আটক করে, (২) মোঃ মোস্তাফিজুর রহমান @ মনি (৩৩)কে ০৬
গ্রাম হেরোইন সহ আটক করে, (৩) এস.এম সেলিম রকি (৩০)কে ১০০ পিচ ইয়াবা
ট্যাবলেট সহ আটক করে, (৪) মোঃ জহুরুল মিয়া @ আকাশ (৩২)কে ০৯ গ্রাম হেরোইন
ও ৫৪ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে। রাজপাড়া থানা পুলিশ (১) মোঃ রফিকুল
ইসলাম(৪২)কে ০৮ গ্রাম হেরোইন সহ আটক করে, (২) শ্রী জয়(২০)কে ১০ পিচ ইয়াবা
ট্যাবলেট সহ আটক করে। মতিহার থানা পুলিশ (১) মোঃ শাহিন আলী (৩৮)কে ১১ গ্রাম
হেরোইন ও ১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে, (২) মোঃ রাহুল (২৫) ও (৩) মোঃ
স্বপন (২৮)দ্বয়কে ০২ বোতল ফেন্সিডিল সহ আটক করে। এয়ারপোর্ট থানা পুলিশ (১)
মোঃ মিলন আলী (২৯)কে ০১ বোতল ফেন্সিডিল সহ আটক করে। পবা থানা পুলিশ (১)
মোঃ আশরাফুল ইসলাম(৩৫)কে ০২ গ্রাম হেরোইন সহ আটক করে। কাশিয়াডাঙ্গা থানা
পুলিশ (১) মোঃ মহিফুল ইসলাম (২৪)কে ১০ গ্রাম হেরোইন ও ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট
সহ আটক করে ও কর্ণহার থানা পুলিশ (১) শ্রী রণজিৎ সরকার(১৯)কে ০৫ গ্রাম
হেরোইন ও ১০ গ্রাম গাঁজা সহ আটক করে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত
ব্যবস্থা নেয়া হয়েছে।