২৪ ঘন্টায় (২৩/০১/২০২০ খ্রিঃ ০০.০০ ঘটিকা হতে ২৩.৫৯ ঘটিকা
পর্যন্ত) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ৪৭ জনকে আটক করা হয়েছে।
রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে
বোয়ালিয়া মডেল থানা-১৪ জন, রাজপাড়া থানা-০২ জন, চন্দ্রিমা থানা-০৬ জন, মতিহার
থানা-০৮ জন, কাটাখালী থানা-০২ জন, বেলপুকুর থানা-০৩ জন, শাহমখদুম থানা-০৩
জন, এয়ারপোর্ট থানা-০১ জন, পবা থানা-০২ জন, কাশিয়াডাঙ্গা থানা-০২ জন, কর্ণহার
থানা-০১ জন, দামকুড়া থানা-০১ জন ও ডিবি পুলিশ-০২ জনকে আটক করে। যার মধ্যে
১৮ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ১১ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১৮
জনকে গ্রেফতার করা হয়েছে। বোয়ালিয়া থানা পুলিশ (১) মোঃ শরিফুল ইসলাম @ শরিফ
(৩৫)কে ১৩ গ্রাম হেরোইন সহ আটক করে, (২) মোঃ অন্তর (১৯) ও (২) মোঃ আরিফ
হোসেন (১৯)দ্বয়কে ৪১ গ্রাম হেরোইন সহ আটক করে, (৪) মোঃ মাইনুল হোসেন (১৯)
ও (৫) মোঃ সোহান (১৯)দ্বয়কে ৩৯ গ্রাম হেরোইন সহ আটক করে, (৬) মোসাঃ
সেলিনা বেগম @ সেলি (২৮)কে ৫০ গ্রাম গাঁজা সহ আটক করে। মতিহার থানা পুলিশ (১)
মোঃ রানা (৩০)কে ০৫ গ্রাম হেরোইন সহ আটক করে, (২) মোঃ তৌহিদ হোসেন (৩০)কে
০৬ গ্রাম হেরোইন সহ আটক করে, (৩) মোঃ রাজন আলী (২৪)কে ০৩ পিচ ইয়াবা
ট্যাবলেট সহ আটক করে। কাশিয়াডাঙ্গা থানা পুলিশ (১) মোঃ রাকেশ আলী (২২)কে ১০
পিচ ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজা সহ আটক করে এবং ডিবি পুলিশ (১) মোঃ বেলাল
হোসেন(৩৮)কে ২০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে। আটককৃত ব্যক্তিদের
বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।