আরএমপি নিউজ : রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়া এলাকার অভিযান পরিচালনা করে ২ কেজি গাঁজা উদ্ধার করেছে আরএমপি'র কাশিয়াডাঙ্গা থানা পুলিশ। এসময় দুই মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।
ঘটনা সূত্রে জানা যায়, গত ২৬ জুলাই ২০২৪ রাতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাশিয়াডাঙ্গা বিভাগের উপ-পুলিশ কমিশনার বিভূতি ভুষন ব্যানার্জী, পিপিএম এর তত্ত্বাবধানে কাশিয়াডাঙ্গা থানার এসআই অসিত কুমার ও তাঁর টিম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করছিলো। এসময় তাঁরা কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়া ক্লাব মোড়ে সন্দেহজনক দুইজনকে মোটরসাইকেলে আসতে দেখে থামার সংকেত দেয়। সংকেত পেয়ে চালক মোটরসাইকেলের গতি কমায় তখন আরোহী মোটরসাইকেল থেকে নেমে একটি ব্যাগ ফেলে দৌড়ে পালিয়ে যায়। এসময় কৌশলে মোটরসাইকেলের চালকও পালিয়ে যায়। পলাতক আসামিদের ফেলে যাওয়া ব্যাগ হতে ২ কেজি গাঁজা উদ্ধার হয়। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
পলাতক আসামিদের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।