আরএমপি নিউজ : রাজশাহী মহানগরী’র শাহমখদুম থানার নওদাপাড়া আমচত্বর এলাকায় অভিযান চালিয়ে ১২ গ্রাম হেরোইনসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারকৃত আসামি হলো মো: পিয়ারুল ইসলাম (৪০) রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার বড় বনগ্রাম শেখপাড়া এলাকার মো: আলাউদ্দীনের ছেলে।
ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ১০ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ দুপুরে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মীর মো: শাফিন মাহমুদের সার্বিক তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, শাহমখদুম থানার নওদাপাড়া আমচত্বর এলাকায় এক ব্যক্তি হেরোইন বিক্রির জন্য অবস্থান করছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম গতকাল দুপুর সোয়া ৩ টায় থানার শাহমখদুম থানার নওদাপাড়া আমচত্বর এলাকার অভিযান পরিচালনা করে আসামি পিয়ারুলকে গ্রেপ্তার করে। এসময় আসামির কাছ থেকে ১২ গ্রাম হেরোইন উদ্ধার হয়।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে শাহমখদুম থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।