Wednesday, 13 November 2024

   12:57:38 PM

logo
logo
আরএমপি'র কাশিয়াডাঙ্গা থানা পুলিশের লুট হওয়া গুলি উদ্ধার

2 weeks ago

কাশিয়াডাঙ্গা থানার অভিযানে উদ্ধারকৃত গুলি। ছবি : আরএমপি

আরএমপি নিউজ: রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার সায়েরাগাছা এলাকার আম বাগান থেকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কাশিয়াডাঙ্গা থানার লুট হওয়া ৬০ রাউন্ড রাবার বুলেট উদ্ধার হয়েছে।

আজ ২৯ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ দুপুর আড়াইটায় কাশিয়াডাঙ্গা থানার এসআই মীর আরমান হোসেন ও তাঁর টিম থানা এলাকায় টহল ডিউটি করছিল। এসময় তাঁরা কাশিয়াডাঙ্গা থানার সায়েরাগাছা এলাকায় একটি আম বাগানের ভিতর সন্দেহজনক একটি ব্যাগ দেখতে পায়। পরবর্তীতে ব্যাগের ভিতর থেকে ৬০ রাউন্ড রাবার বুলেট পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হয়।

গত ৫ আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদর দপ্তরসহ বিভিন্ন থানা, ফাঁড়ী ও পুলিশ বক্সে হামলা চালিয়ে দুস্কৃতিকারীরা আগ্নেয়াস্ত্র, গুলি এবং সরকারি বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।

আগ্নেয়াস্ত্র, গুলি ও সরকারি মালামাল উদ্ধারের তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আরএমপি'র পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান নগরবাসীকে অনুরোধ জানিয়েছেন।

আরএমপি'র তথ্য ও সেবা কেন্দ্রের হটলাইন নম্বর (টেলিফোন: +৮৮০২৫৮৮৮০১৩৫১ অথবা মোবাইল: ০১৩২০০৬৩৯৯৯)  এবং আরএমপি কন্ট্রোল রুম মোবা: নম্বর-০১৩২০-০৬৩৯৯৮