গত ২৪ ঘন্টায় (২১/০২/২০২০ খ্রিঃ ০০.০০ ঘটিকা হতে ২৩.৫৯ ঘটিকা
পর্যন্ত) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ৪১ জনকে আটক করা
হয়েছে। রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে
অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-০৯ জন, রাজপাড়া থানা-০৯ জন, চন্দ্রিমা
থানা-০২ জন, মতিহার থানা-০৫ জন, কাটাখালী থানা-০২ জন, বেলপুকুর থানা-০৪
জন, শাহমখদুম থানা-০২ জন, পবা থানা-০৩ জন, কাশিয়াডাঙ্গা থানা-০৪ জন ও
কর্ণহার থানা-০১ জনকে আটক করে। যার মধ্যে ১৪ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ১৪
জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
বোয়ালিয়া থানা পুলিশ (১) মোঃ জয়নাল আবেদীন @ জনি (৩২)কে ২১ পিচ
ইয়াবা ট্যাবলেট সহ আটক করে, (২) মোঃ মতি (২৯)কে ২১ পিচ ইয়াবা ট্যাবলেট
সহ আটক করে, (৩) মোঃ রয়েল (৩২)কে ৩.৫ গ্রাম হেরোইন সহ আটক করে।
রাজপাড়া থানা পুলিশ (১) মোঃ শুভ(৩২)কে ৪১ গ্রাম হেরোইন সহ আটক করে, (২)
মোঃ টিয়া আলম (৩৬)কে ৩৪ গ্রাম হেরোইন সহ আটক করে। চন্দ্রিমা থানা
পুলিশ (১) মোঃ নয়ন(২১)কে ০৪ গ্রাম হেরোইন সহ আটক করে। মতিহার থানা
পুলিশ (১) মোঃ সাঈদ হোসেন (২৩)কে ০৪ গ্রাম হেরোইন সহ আটক করে, (২)
মোঃ শাকিল (২২) ও (৩) মোঃ রুবেল (২০)দ্বয়কে ০৭ গ্রাম হেরোইন সহ আটক করে।
কাটাখালী থানা পুলিশ (১) মোঃ মেরাজুল ইসলাম@ মেরাজ (৪০)কে ৫.৫০ গ্রাম
হেরোইন সহ আটক করে। শাহমখদুম থানা পুলিশ (১) মোঃ আলাউদ্দিন (৫২)কে ২.৩
গ্রাম হেরোইন সহ আটক করে ও কাশিয়াডাঙ্গা পুলিশ (১) মোঃ জাহাঙ্গীর আলম
(৩২), (২) মোঃ আলতাফ হোসেন (৪০), (৩) মোঃ শামিম রেজা(৩৫)দেরকে ১.৫ লিটার
তরল ফেন্সিডিল সহ আটক করে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা
নেয়া হয়েছে।