গত ২৪ ঘন্টায় (২৩/০৩/২০২০ খ্রিঃ ০০.০০ ঘটিকা হতে ২৩.৫৯ ঘটিকা পর্যন্ত) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ৪৪ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-১৩ জন, রাজপাড়া থানা-০৪ জন, চন্দ্রিমা থানা-০৭ জন, মতিহার থানা-০৬ জন, কাটাখালী থানা-০৩ জন, বেলপুকুর থানা-০২ জন, শাহমখদুম থানা-০২ জন, পবা থানা-০২ জন, কাশিয়াডাঙ্গা থানা-০১ জন, কর্ণহার থানা-০১ জন, দামকুড়া থানা-০১ জন ও ডিবি পুলিশ-০২ জনকে আটক করে। যার মধ্যে ১৩ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ১৭ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। বোয়ালিয়া থানা পুলিশ (১) মোঃ হাসিবুল ইসলাম @ বেঞ্জির (২৬)কে ০৩ গ্রাম হেরোইন সহ আটক করে, (২) মোঃ হাসিবুল (৩২)কে ৪৭ গ্রাম হেরোইন সহ আটক করে, (৩) মোঃ নয়ন @ ড্যানি (২৫)কে ১০ বোতল ফেন্সিডিল সহ আটক করে। রাজপাড়া থানা পুলিশ (১) মোঃ জামিরুল ইসলাম (২৮)কে ১৩ গ্রাম হেরোইন সহ আটক করে। চন্দ্রিমা থানা পুলিশ (১) সুমন আলী(২৩) ও (২) হিরণ মৃধা(৪৫)দ্বয়কে ০৬ গ্রাম হেরোইন সহ আটক করে। মতিহার থানা পুলিশ (১) মোঃ রফিকুল ইসলাম (৩৮), (২) মোঃ সাবদুল হক (২৪)দ্বয়কে ২০ গ্রাম হেরোইন সহ আটক করে, (৩) মোঃ আবু তালেব (৩৩)কে ০৬ গ্রাম হেরোইন সহ আটক করে, (৪) মোঃ আল মামুন (৪৫)কে ০৫ গ্রাম হেরোইন সহ আটক করে। কাটাখালী থানা পুলিশ (১) মোঃ আঃ লতিফ @ লতিব(৪০)কে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করে। বেলপুকুর থানা পুলিশ (১) মোঃ আকবর আলী (৪২)কে ০৫ গ্রাম হেরোইন সহ আটক করে, (২) মোঃ আফাজ উদ্দিন (৫০)কে ১০ বোতল ফেন্সিডিল সহ আটক করে। পবা থানা পুলিশ (১) মোঃ রেজাউল করিম(৪০)কে ০২ গ্রাম হেরোইন সহ আটক করে। দামকুড়া থানা পুলিশ (১) মোঃ মানিক হেসেন(৩৫)কে ১০০ গ্রাম গাঁজা ও ২টি ছোট সাইজের গাঁজার গাছ সহ আটক করে ও ডিবি পুলিশ (১) মোঃ আমিরুল ইসলাম (৫৫)কে ১৫ গ্রাম হেরোইন সহ আটক করে, (২) মোছাঃ ফুলজান বেগম(৪০)কে
০১ গ্রাম হেরোইন সহ আটক করে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা
নেয়া হয়েছে।