Wednesday, 13 November 2024

   12:58:05 PM

logo
logo
করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারনে হাসপাতালে কর্মরত ব্যক্তিদের সাথে বাসা মালিকদের সম্পর্কের দূরত্ব সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে বোয়ালিয়া মডেল থানা পুলিশ এর মধ্যস্থতায় সহাবস্থান বিরাজ করছে।

4 years ago

ডাক্তার, হেলথ এ্যাসিসটেন্ট, নার্স ও আয়া দের নিরাপত্তা বিধান ও বাসা ভাড়া সংক্রান্ত জটিলতা নিরসনে বোয়ালিয়া মডেল থানা তৎপর।

১৯/০৪/২০২০ খ্রিঃ সকাল ১১.৩০ ঘটিকার সময় মোসাঃ জান্নাতুন (সিনিয়র ষ্টাফ নার্স) নার্সিং অফিসার RMCH রাজশাহী বগুড়া নার্সিং কলেজ হতে তার নিজ কর্মস্থল RMCH রাজশাহীতে যোগদান করে তার ভাড়া বাসায় উঠতে গেলে বাসার মালিক জনৈক ফজলুর রহমান বাধা প্রদান করেন এবং অদ্য রাত্রি ২২.৩০ ঘটিকায় মোসাঃ আসমাউল-হুসনা (৩০) আয়া, ICU, RMCH রাজশাহীতে কর্মরত। তিনি অত্র থানাধীন হেতমখাঁ কারীগরপাড়ায় C-63 বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারনে হাসপাতালে কর্মরত ব্যক্তিদের সাথে বাসা মালিকদের সম্পর্কের দূরত্ব সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে বোয়ালিয়া মডেল থানা পুলিশ এর মধ্যস্থতায় সহাবস্থান বিরাজ করছে।