আরএমপি নিউজঃ গত ২৪ ঘন্টায়(০১/১১/২০২০ খ্রিঃ ০০.০০ ঘটিকা হতে ২৩.৫৯ ঘটিকা পর্যন্ত) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ৫৬ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-০৯ জন, রাজপাড়া থানা-০৮ জন, চন্দ্রিমা থানা-০৬ জন, মতিহার থানা-০৫ জন, কাটাখালী থানা-০৮ জন, বেলপুকুর থানা-০৩ জন, শাহমখদুম থানা-০২ জন, এয়ারপোর্ট থানা-০১ জন, পবা থানা-০৩ জন, কাশিয়াডাঙ্গা থানা-০৬ জন, কর্ণহার থানা-০১ জন, দামকুড়া থানা-০৩ জন ও ডিবি পুলিশ-০১ জনকে আটক করে। যার মধ্যে ১৬ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ২২ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১৮ জন গ্রেফতার করা হয়েছে। বোয়ালিয়া মডেল থানা পুলিশ (১) মোঃ সনেট (৩৬)কে ১৫ গ্রাম হেরোইন সহ আটক করে, (২) মোঃ শহিদুল (৫০)কে ০১ বোতল ফেন্সিডিল ও ০৫ গ্রাম হেরোইন সহ আটক করে, (৩) মোঃ ইনসান আলী (২৮), (৪) মোঃ ছোটন আলী (৩২)দ্বয়কে ১০০ গ্রাম গাঁজা সহ আটক করে। রাজপাড়া থানা পুলিশ (১) মোঃ ডাবলু (৪০)কে ০৬ লিটার দেশী মদ সহ আটক করে। চন্দ্রিমা থানা পুলিশ (১) মোসাঃ আফরোজা বেগম (৩৬)কে ২৫০ গ্রাম গাঁজা সহ আটক করে। মতিহার থানা পুলিশ (১) মোঃ গাউসুল আজম (৩২)কে ০৬.৫০ গ্রাম হেরোইন ও ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে, (২) মোঃ লালটু (৩০)কে ৫.৫০ গ্রাম হেরোইন ও ১৮ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে। কাটাখালী থানা পুলিশ (১) মোঃ দুলাল হোসেন (৪০)কে ৭০ গ্রাম গাঁজা সহ আটক করে, (২) মোঃ ইয়াকুব আলী (৪৩)কে ৬.৭৫ হেরোইন গ্রাম সহ আটক করে। বেলপুকুর থানা পুলিশ (১) মোঃ তারেক (৩৮)কে ০৫ গ্রাম হেরোইন সহ আটক করে, (২) মোঃ মানোয়ার হোসেন (৪৫)দ্বয়কে ০৬ গ্রাম হেরোইন সহ আটক করে। শাহমখদুম থানা পুলিশ (১) মোঃ হারেজ আলী (৫৫)কে ১০০ গ্রাম গাঁজা সহ আটক করে। এয়ারপোর্ট থানা পুলিশ (১) মোঃ আজাহার আলী (৫৫)কে ২৫ গ্রাম গাঁজা সহ আটক করে। পবা থানা পুলিশ (১) মোঃ তোজাম্মেল হোসেন (৫৫), (২) শ্রী নুরু মন্ডল (৪০)দ্বয়কে ১০ লিটার চোলাই মদ সহ আটক করে। কাশিয়াডাঙ্গা থানা পুলিশ (১) মোঃ রফিকুল ইসলাম মোঃ বিপ্লব (৪৪)কে ২০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে। কর্ণহার থানা পুলিশ (১) মোঃ খলিলুর রহমান (৩৫)কে ১০০ গ্রাম গাঁজা সহ আটক করে। দামকুড়া থানা পুলিশ (১) মোঃ কোরবান আলী (৭০), (২) মোঃ তুষার (২০), (৩) মোঃ কাউসার আলী মিঠু (৩৮)দের ১৫০ গ্রাম গাঁজা সহ আটক করে ও ডিবি পুলিশ (১) মোঃ জসিম (১৭)কে ০৪ গ্রাম হেরোইন সহ আটক করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা
নেয়া হয়েছে।