Wednesday, 13 November 2024

   05:26:47 PM

logo
logo
রাজশাহী মহানগরীর গোয়েন্দা পুলিশের অভিযানে ১,৩৪,৬৯,০০০/-(এক কোটি চৌত্রিশ লক্ষ উনসত্তর হাজার) টাকা মূল্যের নকল সিগারেট সহ আটক ০৪

4 years ago

এসআই(নিঃ)/মোঃ ছয়ফুল ইসলাম, গোয়েন্দা শাখা, আরএমপি, রাজশাহী সঙ্গীয় অফিসার ফোর্সসহ মহানগর এলাকায় অভিযান পরিচালনাকালে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব মোঃ মশিয়ার রহমান এর প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে ইং-০১/১১/২০২০ তারিখ রাত্রী ২১.৪৫ ঘটিকায় বায়ালিয়া মডেল থানাধীন কুমার পাড়াস্থ এসএ পরিবহণ (প্রাঃ) লিমিটেড (রাজশাহী শাখা) পার্সেল বুকিং অফিসের টিনসেড ঘরের মধ্যে হতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিপুল পরিমান রাজস্ব ফাঁকি দিয়া তৈরিকৃত বিভিন্ন ব্রান্ডের নকল সিগারেট এসএ পরিবহণ পার্সেল, রাজশাহী শাখার মাধ্যমে বুকিং করিয়া দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা কালে আসামী ১। মোঃ নবাব আলী(৩০)(গাড়ী চালক), পিতা-মোঃ ওহাব আলী ওয়াজ মোল্লা, মাতা-মোছাঃ গুলনাহার বেগম, সাং-মেহেরচন্ডী পূর্বপাড়া, পদ্মা আবাসিক, থানা-চন্দ্রিমা, আরএমপি, রাজশাহী, ২। শ্রী লিটন চন্দ্র সূত্রধর(৪৩) (এসএ পরিবহন প্রাঃ লিঃ এর ম্যানেজার), পিতা-মৃত জামিনী কুমার সূত্রধর, মাতা-মৃত কুঞ্জরাণী সূত্রধর, সাং-কুমারঘরিয়া, থানা-সোনাইমুড়ি, জেলা-নোয়াখালী, বর্তমানে-সাং-পঞ্চবটি, পাচআনি মসজিদের পাশের্^ মেস, থানা-বোয়ালিয়া মডেল, আরএমপি, রাজশাহী, ৩। মোঃ সাফিউল আলম(৩৮)(এসএ পরিবহন প্রাঃ লিঃ এর পার্সেল সহকারী), পিতা-মৃত মোসলেম উদ্দিন, মাতা-মোছাঃ জাহানারা বেগম, সাং-সয়রাবাড়ী, থানা-গঙ্গাচড়া, জেলা-রংপুর, বর্তমানে-সাং-সাগরপাড়া বটতালা মোড়(রাসেলের বাড়ীর ভাড়াটিয়া), থানা-বোয়ালিয়া মডেল, আরএমপি, রাজশাহী, ৪। মোঃ ইউসুফ আলী(৪০) (এসএ পরিবহন প্রাঃ লিঃ এর পার্সেল সহকারী), পিতা-মৃত আহাম্মদ আলী, মাতা-মোছাঃ সাবাতুন নেছা, সাং-খলিসাপঁচা, থানা+জেলা-নীলফামারী, বর্তমান সাং-ঘোড়ামারা চৌধুরী ভিলা(হিমেল এর বাড়ীর ভাড়াটিয়া নীচতলা), থানা-বোয়ালিয়া, আরএমপি, রাজশাহীদের ৪১ টি সবুজ রংয়ের কার্টুন ভর্তি একটি কভার্ড ভ্যান প্রতিটি বড় কার্টুনের মধ্যে ০২টি করিয়া ছোট কার্টুন আছে। প্রতিটি ছোট কার্টুনের মধ্যে ৫০০ প্যাকেট করিয়া পাইলট সিগারেট আছে, সর্বমোট-(৫০০+৫০০)=১০০০ প্যাকেট প্রতিটি বড় কার্টুনে আছে, ১৩ টি খাঁকি রংয়ের ছোট কাগজের কার্টুন, যাহার মধ্যে ঔঙঐঘ চখঅণঊজ এঙখউ খঊঅঋ সিগারেট আছে। প্রতিটি কার্টুনে ৫০০ প্যাকেট করিয়া মোট (৫০০দ্ধ১৩)=৬,৫০০ প্যাকেট সিগারেট আছে, ০৯টি নীল রংয়ের বড় কাগজের কার্টুন, যাহার মধ্যে ০২টি করিয়া ছোট কার্টুন আছে। প্রতিটি ছোট কার্টুনের মধ্যে ৫০০ প্যাকেট করিয়া সর্বমোট-(৫০০+৫০০)=১০০০ প্যাকেট স্টার সিগারেট আছে। ০৯ কার্টুনে  সর্বমোট (১০০০দ্ধ০৯)=৯,০০০ প্যাকেট সিগারেট আছে, প্লাস্টিকের বস্তা দ্বারা মোড়ানো ৬৪ টি কার্টুন, যাহার মধ্যে বিভিন্ন সিগারেটের কোম্পানির বিভিন্ন ব্রান্ডের(গোল্ডলিফ/পাইলট/ডার্বি) সিগারেটের মোড়ক আছে। প্রতি কার্টুনে মোট-৪,২০০ করিয়া ৬৪ টি কার্টুনে সর্বমোট-(৪২০০দ্ধ৬৪)=২,৬৮,৮০০ টি মোড়ক আছে। দুইটি প্লাস্টিকের বস্তার মধ্যে বান্ডিল আকারে রক্ষিত অনুমান ৫,০০,০০০(পাঁচ লক্ষ) “ জাতীয় রাজস্ব বোর্ড শুল্ককর পরিশোধীত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ২০ টি সিগারেট খঙড/ঐওএঐ ইত্যাদি লেখা রাজস্ব স্ট্যাম্প, ০৪ টি বিভিন্ন রংয়ের ডেলিভারী চালান ও ক্যাশ মেমো যা উদ্ধারকৃত আলামতের সর্বমোট মূল্য ১,৩৪,৬৯,০০০/-(এক কোটি চৌত্রিশ লক্ষ উনসত্তর হাজার) টাকা সহ আটক করেন। আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইতেছে।