গত ১০/০৬/২০১৯ ইং তারিখ ২৪ ঘন্টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ৪৯ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-১৭ জন, রাজপাড়া থানা-০৪ জন, চন্দ্রিমা থানা-০৫ জন, মতিহার থানা-০৩ , কাটাখালি থানা-০২ জন, বেলপুকুর থানা-০১ জন, শাহমখদুম থানা-০৪ জন, এয়ারপোর্ট থানা-০১ জন, পবা থানা-০২ জন, কাশিয়াডাঙ্গা থানা-০৬ জন, দামকুড়া থানা-০৩ জন ও ডিবি পুলিশ-০১ জনকে আটক করে। যার মধ্যে ১৭ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ১৩ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। বোয়ালিয়া মডেল থানা পুলিশ(১) মোঃ মনিরুল ইসলাম তপন(৩২)কে ২১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে, (২) মোঃ আঃ কাইয়ম মিলন(৩৭)কে ০২ গ্রাম হেরোইন সহ আটক করে, (৩) মোঃ বাবু(৪৫)কে ০৬ গ্রাম হেরোইন সহ আটক করে। রাজপাড়া থানা পুলিশ(১) মোঃ সোহেল রানা(৩৫)কে ০৩ গ্রাম হেরোইন সহ আটক করে। চন্দ্রিমা থানা পুলিশ(১) মোঃ আরমান আলী শেখ আকাশ আশিক রাজু(২৫) ও (২) মোঃ আবু বক্কর রাজু(২১)দ্বয়কে মোট ০৪ গ্রাম হেরোইন সহ আটক করে। মতিহার থানা পুলিশ(১) মোঃ নজরুল ইসলাম(৫৫)কে ০৩ গ্রাম হেরোইন সহ আটক করে। কাটাখালি থানা পুলিশ (১) মোঃ ফরজমে(৩২) ও (২) মোঃ সুজন আলী(২২)দ্বয়কে মোট ১০ পিচ
ইয়াবা ট্যাবেলেট সহ আটক করে। কাশিয়াডাঙ্গা থানা পুলিশ(১) মোঃ মোশরাফ হোসেন মুসা(২০), (২) মোঃ জুবায়ের ইবনে হাসান(৩০) এবং (৩) মোঃ আমজাদ আল আমিন হিরো(৩০)দের ০৭ গ্রাম হেরোইন ও ৩০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে, (৪) মোঃ সাগর হোসেন(২৫)কে ০৮ বোতাল ফেন্সিডিল সহ আটক করে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।