Wednesday, 13 November 2024

   05:26:12 PM

logo
logo
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট আটক ৬২ জন ও মাদকদ্রব্য উদ্ধার

4 years ago

গত ২৪ ঘন্টায় (০৭/১১/২০২০ খ্রিঃ ০০.০০ ঘটিকা হতে ২৩.৫৯ ঘটিকা পর্যন্ত) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ৬২ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-১৫ জন, রাজপাড়া থানা-০৮ জন, চন্দ্রিমা থানা-০২ জন, মতিহার থানা-০৯ জন, কাটাখালী থানা-১০ জন, বেলপুকুর থানা-০২ জন, শাহমখদুম থানা-০১ জন, এয়ারপোর্ট থানা-০১ জন, পবা থানা-০৭ জন,  কাশিয়াডাঙ্গা থানা-০৪ জন, কর্ণহার থানা-০১ জন, দামকুড়া থানা-০১ জন ও ডিবি পুলিশ-০১ জনকে আটক করে। যার মধ্যে ১৮ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ২১ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বোয়ালিয়া মডেল থানা পুলিশ (১) মোঃ বুলবুল হোসেন (৪৫)কে ২০০ গ্রাম গাঁজা সহ আটক করে, (২) মোঃ সুমন ইসলাম  কাজল (২৫)কে ১৩০ গ্রাম গাঁজা সহ আটক করে, (৩) মোঃ জামাল উদ্দিন (৩৫)কে ০৮ গ্রাম হেরোইন সহ আটক করে, (৪) মোঃ সেন্টু (২৮)কে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে। রাজপাড়া থানা পুলিশ (১) মোঃ সাদ্দাম হোসেন রনি (২৮), (২) মোঃ আক্কাস আলী সরদার (৩৮)দ্বয়কে ৫০ গ্রাম গাঁজা সহ আটক করে, (৩) শ্রী সুজন কুমার (৪৫)কে ১০ লিটার দেশীমদ সহ আটক করে। চন্দ্রিমা থানা পুলিশ (১) মোঃ নাজমুল  চঞ্চল (২৯)কে ০৪ গ্রাম হেরোইন সহ আটক করে। মতিহার থানা পুলিশ (১) মোঃ মনিরুল  ইসলাম  মনির (৩০), (২) মো: রাজ্জাক (৩০)দ্বয়কে ২৬.৫০ গ্রাম হেরোইন সহ আটক করে, (৩) মোঃ বখতিয়ার হোসেন  মিন্টু (৩৮), (৪) মোঃ কামরুজ্জামান  বাবু (৩৬)দ্বয়কে ৫৫ গ্রাম গাঁজা ও ১১ গ্রাম হেরোইন সহ আটক করে। কাটাখালী থানা পুলিশ (১) মোঃ পায়েল (২২)কে ১৬ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে। বেলপুকুর থানা পুলিশ (১) মোঃ মকুল (৪৫), (২) মোঃ রেজা হোসেন (৩০)দ্বয়কে ১২ গ্রাম হেরোইন সহ আটক করে। শাহমখদুম থানা পুলিশ (১) মোঃ মাসুদ রানা (৪০)কে ১.৫ গ্রাম হেরোইন সহ আটক করে। পবা থানা পুলিশ (১) মোঃ রফিকুল ইসলাম রুবেল (২০)কে ২৫ গ্রাম গাঁজা সহ আটক করে। কাশিয়াডাঙ্গা থানা পুলিশ (১) মোঃ শাহা আলম (৩৭)কে ০৩ বোতল ফেন্সিডিল সহ আটক করে। কর্ণহার থানা পুলিশ (১) মোসাঃ তাজেমা বেগম (৩৮)কে ০৪ লিটার চোলাইমদ সহ আটক করে। দামকুড়া থানা পুলিশ (১) মোঃ আমের আলী (৫৩)কে ১০ গ্রাম হেরোইন সহ আটক করে ও ডিবি পুলিশ (১) মোঃ ফিরোজ (৪০)কে ১২ বোতল ফেন্সিডিল সহ আটক করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।