Wednesday, 13 November 2024

   01:00:50 PM

logo
logo
রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের বিশেষ কৌশলী অভিযানে বিকাশ প্রতারক চক্রের ০২ সদস্য গ্রেফতার ও নগদ ৭৬,০০০/- টাকা উদ্ধার।

3 years ago

আরএমপি নিউজঃ গত ইং ১৬/১১/২০২০ তারিখ দুপুর ১২.৪০ ঘটিকার সময় রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্রী মোসাঃ মরিয়ম (ছদ্মনাম) এর মোবাইলের নগদ একাউন্ট থেকে বিকাশ প্রতারক চক্রের একটি সংঘবদ্ধদল কৌশলে পিন কোড চুরি করে নগদ ৫১,০০০/- টাকা হাতিয়ে নেয়। এ ঘটনার প্রেক্ষিতে উক্ত ছাত্রীর বাবা মোঃ রোজেট আলী গত ২৫/১১/২০২০ তারিখে মহানগর গোয়েন্দা শাখায় একটি অভিযোগ দেয়। উক্ত অভিযোগের প্রেক্ষিতে ডিসি (ডিবি) নিজেই তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রতারক চক্রের অবস্থান ও সন্ধান চিহ্নিত করে। পরবর্তীতে ভিকটিমকে প্রেমের অভিনয় ব্যবহার করে প্রতারক চক্রদেরকে সুদুর ফরিদপুর জেলার ভাঁঙ্গা উপজেলা এলাকা থেকে ইং-২৯/১১/২০২০ তারিখ বিকাল ১৫.৩০ ঘটিকার সময় কৌশলে রাজশাহী মহানগরের রাজপাড়া থানাধীন লক্ষীপুর মোড়স্থ মাস্টারসেফ বাংলা রেস্তোরার সামনে এনে পূর্ব থেকে ডিসি ডিবির নের্তৃত্বে ওৎ পেতে থাকা ডিবি পুলিশের সদস্যদের দ্বারা প্রতারক চক্রদের ধরিয়ে দেয়। গ্রেফতারকৃত প্রতারক চক্রের সদস্য আসামী ১। মোঃ হাসান খাঁন(১৯), পিতা-মোঃ আব্দুল খাঁন, সাং-জাঙ্গালপাশা মধ্যপাড়া, ২। মোঃ মাহমুদ হাসান@বায়েজিদ(১৯), পিতা-নূর মোহাম্মদ শেখ, সাং-জাঙ্গালপাশা পূর্বপাড়া, উভয় থানা-ভাঁঙ্গা, জেলা-ফরিদপুরদ্বয়ের হেফাজত হতে ছাত্রী মোসাঃ মরিয়ম (ছদ্মনাম) এর নিকট থেকে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া নগদ ৫১,০০০/- টাকা সহ বিভিন্ন জনের নিকট হতে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া আরো ২৫,০০০/- টাকা, সর্বমোট=৭৬,০০০/- টাকা উদ্ধার করা হয়। এ সংক্রান্তে রাজপাড়া থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।