আরএমপি নিউজঃ ওয়ান ডে ক্রিকেটে দ্রুততম ১২ হাজার রান বিরাট কোহলির। বুধবার (২ ডিসেম্বর) ক্যানবেরাতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওডিআই ম্যাচে ২৩ রান হাঁকিয়ে ১২ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করেন বিরাট।
ওডিআইতে এদিন ১২ হাজার রানের গণ্ডি ছোঁয়ায় কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে টপকে দ্রুততম হিসেবে নজির গড়েন বিরাট। কিংবদন্তি শচীন টেন্ডুলকার ৩০০ ইনিংস খেলে ওডিআই ক্রিকেটে ১২ হাজার রান হাঁকিয়েছিলেন। ওয়ান ডে ক্রিকেটে এতদিন এটাই দ্রুততম ১২ হাজার হাঁকানোর রেকর্ড ছিল।
কিংবদন্তি শচীন টেন্ডুলকারের থেকে বিরাট কোহলি ৫৮ ইনিংস কম থেকে ১২ হাজার রানের গণ্ডি ছুঁলেন। ওডিআইয়ে ২৪২ ইনিংস খেলে বিরাট বিশেষ এই মাইলস্টোন স্পর্শ করেন।
দ্রুততম হিসেবে ২৪২ ইনিংসে ১২ হাজার ওডিআই রান করে শীর্ষে বিরাট কোহলি। ৩০০ ইনিংসে ১২ হাজার রান হাঁকিয়ে দ্বিতীয় স্থানে কিংবদন্তি শচীন টেন্ডুলকার। তৃতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার রিকি পন্টিং ৩১৪ ইনিংস খেলে ১২ হাজার রান হাঁকান।
চতুর্থ স্থানে থাকা শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক ও উইকেটকিপার ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা ৩৩৬ ইনিংসে ১২ হাজার ওডিআই রান হাঁকান। অন্যদিকে ৫ম স্থানে থাকা সনৎ জয়সূর্য ৩৭৯ ইনিংসে ১২ হাজার ওডিআই রান হাঁকিয়েছিলেন।