অস্ট্রেলিয়ার বিখ্যাত ফ্রেজার আইল্যান্ডের ৭৬ হাজার হেক্টরের বেশি এলাকা ভয়াবহ দাবানলের আগুনে পুড়ছে। ভয়ে এলাকা ছেড়ে পালাচ্ছে স্থানীয় বাসিন্দারা। আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিস কর্মীরা। খবর সিএনএন’র।
আবহাওয়ার অবস্থা খারাপ হওয়ায় মঙ্গলবার কয়েকজন পর্যটককে দ্বীপটি থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। এদিকে দেশটির কুইসল্যান্ড রাজ্যের দমকল বিভাগ বলেছে, গত শনিবার থেকে আগুন নেভাতে ১০ লাখ লিটারের বেশি পানি এবং জেল ঢালা হয়েছে।
কুইসল্যান্ডের ফায়ার এন্ড ইমার্জেন্সি সার্ভিসের উপ কমিশনার মাইক ওয়াসিং বলেন, ‘একটি ক্যাম্পের আগুন থেকে বনে আগুন ছড়িয়ে পড়েছে। দ্বীপের খুবই প্রত্যন্ত একটি অঞ্চলে এ আগুন লেগেছে… সেখানে পৌঁছানো সত্যিই কঠিন।’
অস্ট্রেলিয়া বর্তমানে তীব্র তাপদাহের মধ্য দিয়ে যাচ্ছে। অস্ট্রেলিয়ার আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র বলছে, বুধবার কুইসল্যান্ড রাজ্যের বিভিন্ন এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকবে।