Wednesday, 13 November 2024

   01:00:43 PM

logo
logo
বোয়ালিয়া মডেল থানা পুলিশের অভিযানে গোপন বৈঠক করার সময় জামায়াত শিবিরের ০৭ সদস্য আটক, বিপুল পরিমান উস্কানি ও ষড়যন্ত্রমূলক বিভিন্ন ধরনের বই উদ্ধার

3 years ago

আরএমপি নিউজঃ অদ্য ০৪/১২/২০২০ খ্রিঃ এসআই/মোঃ সাহাদত আলী, সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে ০৪/১২/২০২০ খ্রিঃ রাত্রী ০৩.৫০ ঘটিকায় বোয়ালিয়া মডেল থানাধীন হেতেমখাঁ লিচু বাগান মুসলিম হাই স্কুলের পিছনে মোঃ বাবু (৫০), পিতা-মৃত আনছার আলী এর ২য় তলার মেসে ২০৪ নং কক্ষের ভিতরে হতে পরস্পর যোগসাজসে গোপন বৈঠক করে দেশের জননিরাপত্তা বিঘিœত, সার্বভৌমত্ব বিপন্ন করার জন্য জব্দকৃত পুস্তকে উদ্ধৃত বক্তব্য দ্বারা উদ্বুদ্ধ করতঃ কোন ব্যক্তিকে গুরুত্বর জখম করা, কোন ব্যক্তি ও প্রজাতন্ত্রের সম্পত্তির ক্ষতির ষড়যন্ত্র ও একে অপরকে প্ররোচিত করাকালে আসামী ১। মোঃ রায়হান আলী (২৩), থানা-পুঠিয়া, জেলা-রাজশাহী, ২। মোঃ রনি আহম্মেদ (২২), থানা-লালপুর, জেলা-নাটোর, ৩। মোঃ ইসতিয়াক আহম্মেদ (২০), থানা-বাঘা, জেলা-রাজশাহী, ৪। মোঃ হামিম (১৯), থানা-মোহনপুর, জেলা-রাজশাহী, ৫। মোঃ মারুফ আহম্মেদ (১৯), থানা-মোহনপুর, জেলা-রাজশাহী, ৬। মোঃ শাকিবুল হাসান (২০), থানা-বাঘা, জেলা-রাজশাহী, আইনের সংঘাতে আসা শিশু অপরাধী ৭। মোঃ মোহাইমিনুল ইসলাম স্বাধীন (১৫), থানা-পুঠিয়া, জেলা-রাজশাহীদের আটক করেন। আটক কালে আসামীদের হেফাজত হইতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রাজশাহী এর মাসিক, ষান্মাসিক ও বার্ষিক রিপোর্ট বই, ব্যক্তিগত রিপোর্ট বই, মাসিক রিপোর্টের খালি ফরম, সমর্থক বায়োডাটার খালি ফরম, পোস্টার সহ বিপুল পরিমান উস্কানি ও ষড়যন্ত্রমূলক বিভিন্ন ধরনের বই উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।