গত ১৬/০৬/২০১৯ ইং তারিখ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে শিবির কর্মী ০১ জন সহ সর্বমোট ৪৩ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-১০ জন, রাজপাড়া থানা-০৪ জন, চন্দ্রিমা থানা-০৬ জন, মতিহার থানা-০৪ জন, কাটাখালি থানা-০৪ জন, বেলপুকুর থানা-০২ জন, শাহমখদুম থানা-০১ জন, এয়ারপোর্ট থানা-০২ জন, পবা থানা-০৪ জন, কাশিয়াডাঙ্গা থানা-০৪ জন, দামকুড়া থানা-০১ জন ও ডিবি পুলিশ-০১ জনকে আটক করে। যার মধ্যে ১৬ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ১৬ জনকে
মাদকদ্রব্য, শিবির কর্মী ০১ জনসহ অন্যান্য অপরাধে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। বোয়ালিয়া মডেল থানা পুলিশ(১) মোঃ সাফাতুন @ সাফায়েত নূর @ সাফা(১৯)কে ১৩ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে, (২) মোঃ রয়েল(২৪) ও (৩) মোঃ আবির হসনাত @ সিজারদ্বয়কে ২১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে, (৪) মোঃ শুভ ইসলাম(২৪)কে ১০০ গ্রাম গাঁজা সহ আটক করে, (৫) মোঃ লিটন(২৯)কে ৫.৫ গ্রাম গ্রাম হেরোইন সহ আটক করে, (৬) মোঃ রিপন(৪০)কে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে। রাজপাড়া থানা পুলিশ(১) মোঃ সুজন আলী(২৭)কে ০৪ গ্রাম হেরোইন সহ আটক করে। চন্দ্রিমা থানা পুলিশ(১) মোঃ গোলাম মোস্তফা মোস্থ(৪০)কে ১০০ গ্রাম
গাঁজা সহ আটক করে, (২) মোঃ সরকার মাশরুর মান্নাফ @ শাওন(৩৫)কে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে, (৩) মোঃ হোসেন আলী আপন(৩০)কে ০৪ গ্রাম হেরোইন সহ আটক করে। মতিহার থানা পুলিশ (১) মোঃ রিপন(২৩) কে ১০০ গ্রাম গাঁজা সহ আটক করে। বেলপুকুর থানা পুলিশ (১) মোঃ আমীন আলী(২২)কে ০২ গ্রাম হেরোইন সহ আটক করে। পবা থানা পুলিশ(১) মোঃ মোস্তাকিন(৩২)কে ১০ লিটার চোলাই মদ সহ আটক করে। কাশিয়াডাঙ্গা থানা পুলিশ(১) মোঃ আবু সাইদ(৫২)কে ১৫ বোতল ফেন্সিডিল সহ আটক করে, (২) মোঃ ইমন(১৯) কে ১২ পিচ ইয়াবা ট্যাবলেট
সহ আটক করে ও ডিবি পুলিশ (১) মোঃ সেলিম হোসেন(৫৫) কে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে। এছাড়াও মতিহার থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে (১) মোঃ মিজানুর রহমান(৩২)নামক শিবির কর্মীকে গ্রেফতার করে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।