Wednesday, 17 July 2024

   06:19:22 PM

logo
logo
‘বাংলাদেশ’ নামকরণ স্মরণে অবমুক্ত হলো ডাকটিকিট

3 years ago

আরএমপি নিউজঃ ১৯৬৯ সালের ৫ ডিসেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তানকে ‘বাংলাদেশ’ নামকরণের ঐতিহাসিক দিনের স্মরণে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট প্রকাশ করা হয়েছে। এর পাশাপাশি একই মূল্যমানের একটি উদ্বোধনী খাম ও পাঁচ টাকা মূল্যমানের একটি ডাটা কার্ড প্রকাশের পাশাপাশি বিশেষ একটি সিলমোহর ব্যবহার করেছে ডাক অধিদপ্তর।

শনিবার (৫ ডিসেম্বর) ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার রাজধানীতে তার দপ্তর থেকে স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম অবমুক্ত করেন এবং ডাটা কার্ড উদ্বোধন করেন।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়। ঢাকা জিপিও-এর ফিলাটেলিক ব্যুরো  শনিবার থেকে স্মারক ডাকটিকিট উদ্বোধনী খাম ও ডাটা কার্ড বিক্রি করবে। পর্যায়ক্রমে এগুলো দেশের সবগুলো জিপিও এবং ডাকঘরে পাওয়া যাবে।