Monday, 29 July 2024

   12:33:54 AM

logo
logo
চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিলো ম্যানইউ

3 years ago

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের রোমাঞ্চকর এক ম্যাচে লাইপজিগের কাছে ৩-২ গোলে হেরে বিদায় নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। অন্যদিকে নিজেদের মাঠে পাওয়া এই দুর্দান্ত জয়ে শেষ ষোলোয় পৌঁছে গেছে লাইপজিগ।

ছয় ম্যাচে চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে নকআউট পর্বে উঠেছে দলটি। টানা দুই ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া ইউনাইটেড খেলবে ইউরোপা লিগে। ২০১৫-১৬ মৌসুমের পর এই প্রথম দলটি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে বিদায় নিল।

এদিন দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় লাইপজিগ। মার্সেল সাবিৎজারের ক্রসে দারুণ শটে জাল খুঁজে নেন আনহেলিনো।

১৩তম মিনিটে দারুণ বোঝাপড়ায় ব্যবধান দ্বিগুণ করে নেয় সবশেষ লিগ ম্যাচে বায়ার্ন মিউনিখের সঙ্গে ৩-৩ ড্র করে আসা লাইপজিগ। আমাদৌ হাইদারার বাড়ানো বল সাবিৎজার পাস দেন বাঁ দিকে থাকা আনহেলিনোকে। স্প্যানিশ ডিফেন্ডারের ফিরতি ক্রস থেকে ভলিতে লক্ষ্যভেদ করেন হাইদারা।

৬৯তম মিনিটে রক্ষণের ভুলে আরও এক গোল হজম করে ইউনাইটেড।

শেষ দিকে দুই মিনিটের মধ্যে দুই গোলে ম্যাচ জমিয়ে তোলে ইউনাইটেড। ফের্নান্দেসের ৮০তম মিনিটের স্পট কিকে ম্যাচে ফেরে দলটি। এরপর ফের্নান্দেসের কর্নার থেকে আসা বলে আনমার্ক অবস্থায় হেড করেন পল পগবা। ইব্রাহিমার শরীরে লেগে দিক পাল্টে সেই বল জালে জড়িয়ে যায়।

বাকিটা সময়ে নিরাপদ থেকে জয় নিয়ে মাঠ ছাড়ে লাইপজিগ।