Thursday, 26 December 2024

   06:37:08 AM

logo
logo
ফিফা বর্ষসেরাদের তালিকা প্রকাশ

4 years ago

বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফিফা। এবারের সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো ও পোলিশ তারকা রবার্ট লেভানডোভস্কি।

আগামী ১৭ ডিসেম্বর ফুটবল অ্যাওয়ার্ডস অনুষ্ঠানের আয়োজন করেছে ফিফা। সেখানেই ঘোষিত হবে এবারের বর্ষসেরা পুরুষ ফুটবলার, সেরা নারী ফুটবলার, সেরা পুরুষ গোলরক্ষক, সেরা নারী গোলরক্ষক, সেরা পুরুষ দলের কোচ ও সেরা নারী দলের কোচের নাম।

মনোনীতদের নাম :

সেরা পুরুষ ফুটবলার : পর্তুগাল ও জুভেন্টাসের ক্রিস্টিয়ানো রোনালদো, পোল্যান্ড ও বায়ার্ন মিউনিখের রবার্ট লেবানডোভস্কি এবং আজেন্টিনা ও বার্সেলোনার লিওনেল মেসি।

সেরা নারী ফুটবলার : ইংল্যান্ডের লুসি ব্রোঞ্জ, ডেনমার্কের পার্নিলে হার্ডার ও ফ্রান্সের ওয়েন্ডি রেনার্ড।

সেরা পুরুষ গোলকিপার : ব্রাজিল ও লিভারপুলের অ্যালিসন বেকার, জার্মানি ও বায়ার্ন মিউনিখের ম্যানুয়েল নয়্যার এবং স্লোভেনিয়া ও অ্যাথলেটিকো মাদ্রিদের জ্যান ওব্লাক।

সেরা নারী গোলকিপার : ফ্রান্সের সারাহ বৌহাদিদি, চিলির ক্রিস্টিয়ানে এন্ডলার ও যুক্তরাষ্ট্রের অ্যালিসা নাহের।

পুরুষদের সেরা কোচ : লিডস ইউনাইটেডের আর্জেন্টাইন কোচ মার্সেলো বিয়েলসা, বায়ার্ন মিউনিখের স্বদেশী হ্যান্স-ডিয়েটার ফ্লিক এবং লিভারপুলের জার্মান কোচ ইয়ুর্গেন ক্লপ।

নারীদের সেরা কোচ : চেলসি নারী দলের স্বদেশী কোচ এমা হায়েস, অলিম্পিক লিওঁ’র স্বদেশী কোচ জ্যঁ-লুক ভাসের ও নেদারল্যান্ডস জাতীয় দলের কোচ সারিনা উইগম্যান।