Thursday, 26 December 2024

   06:41:36 AM

logo
logo
নারী পুলিশ ভলিবলে চ্যাম্পিয়ন ডিএমপি

4 years ago

ডিএমপি নিউজবাংলাদেশ পুলিশ ভলিবল নারী বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এছাড়াও পুরুষ বিভাগে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ঢাকা রেঞ্জ টিম। 

আজ (১১ ডিসেম্বর ২০২০বিকালে শহীদ নূর হোসেন জাতীয় ভলিবলস্টেডিয়ামে ‘বাংলাদেশ পুলিশ ভলিবল চ্যাম্পিয়নশিপ২০২০’ এর চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ইকবাল বাহার বিপিএম(বার)পিপিএম অতিরিক্ত আইজিপি (টিএন্ডআইএম), বাংলাদেশ পুলিশ এবং সভাপতি বাংলাদেশ পুলিশ ভলিবল ক্লাব।

আজকের পুরুষ বিভাগের চূড়ান্ত খেলায় ডিএমপি টিমকে  সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ঢাকা রেঞ্জ। এর আগে গত ০৫ ডিসেম্বর, ২০২০  তারিখে মেয়েদের চূড়ান্ত খেলায় চট্টগ্রাম রেঞ্জ পুলিশ নারী দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ডিএমপি নারী দল।

খেলায় পুরুষ বিভাগে ঢাকা রেঞ্জের কং/ আসাদ এবং নারী বিভাগে ছাবিনা ইয়াসমিন সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

খেলা শেষে চ্যাম্পিয়ন দল এবং রানার্স আপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।  সময় পুরো খেলাটি স্টেডিয়ামে বসে উপভোগ করেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার), ডিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন) মীর রেজাউল আলম বিপিএম(বার বাংলাদেশ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।