Wednesday, 15 May 2024

   08:18:52 AM

logo
logo
আবারও ফেসবুকের বিরুদ্ধে মামলা

3 years ago

আবারও ফেসবুকের বিরুদ্ধে মামলা। সম্মতি ছাড়া গ্রাহকের ডেটা সংগ্রহ করার কারণে অস্ট্রেলিয়ান কম্পিটিশন অ্যান্ড কনজ্যুমার কমিশন (এসিসিসি) এ মামলা করে।

এর আগে অবৈধভাবে গ্রাহকের ডেটা ব্যবহার করে বাজার আধিপত্য ধরে রাখা এবং হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের মতো প্রতিষ্ঠানকে অধিগ্রহণের অভিযোগ এনে মামলা করে মার্কিন ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি)। 

গতকাল বুধবার (১৬ ডিসেম্বর) অস্ট্রেলিয়ান প্রতিষ্ঠান এসিসিসির চেয়ারম্যান রড সিমস জানান, মার্কিন ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি) প্রতিযোগিতার বিষয়গুলো খুঁজছে। আর ভোক্তার দিকটা দেখছে এসিসিসি। তাদের প্রতিষ্ঠানের করা সাম্প্রতিক মামলাগুলো পর্যালোচনা করে এসিসিসির অবস্থান রক্ষা করা হবে বলেও জানান রড সিমস।