Wednesday, 25 December 2024

   07:37:31 PM

logo
logo
এক নজরে ফিফা বর্ষসেরা একাদশ

4 years ago

গত মৌসুমের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা। ফিফা ফিফপ্রো বর্ষসেরা একাদশের আক্রমণভাগে আছেন বার্সেলোনার লিওনেল মেসি, বায়ার্ন মিউনিখের রবের্ত লেভানদোভস্কি ও জুভেন্টাসের ক্রিস্টিয়ানো রোনালদো।

করোনাভাইরাসের কারণে সুইজারল্যান্ডের জুরিখে ‍বৃহস্পতিবার ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে বসেনি তারকাদের মিলনমেলা। অনলাইনের মাধ্যমে হয়েছে সবকিছু।

ফিফা ফিফপ্রো মেন্স বিশ্ব একাদশ:

গোলরক্ষক: আলিসন (লিভারপুল/ব্রাজিল)

ডিফেন্ডার: ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড (লিভারপুল/ইংল্যান্ড), ভার্জিল ফন ডাইক (লিভারপুল/নেদারল্যান্ডস), সের্হিও রামোস (রিয়াল মাদ্রিদ/স্পেন), আলফোনসো ডেভিস (বায়ার্ন মিউনিখ/কানাডা)

মিডফিল্ডার: জসুয়া কিমিচ (বায়ার্ন মিউনিখ/জার্মানি), কেভিন ডে ব্রুইনে (ম্যানচেস্টার সিটি/বেলজিয়াম), থিয়াগো আলকানতারা (বায়ার্ন মিউনিখ/লিভারপুল/স্পেন)।

ফরোয়ার্ড: লিওনেল মেসি (বার্সেলোনা/আর্জেন্টিনা), রবের্ত লেভানদোভস্কি (বায়ার্ন মিউনিখ/পোল্যান্ড), ক্রিস্টিয়ানো রোনালদো (জুভেন্টাস/পর্তুগাল)