Wednesday, 25 December 2024

   07:41:08 PM

logo
logo
ভারতের টেস্ট ইতিহাসে লজ্জার রেকর্ড

4 years ago

এতোদিন টেস্ট ইতিহাসে ভারতের সর্বনিম্ন রানের রেকর্ড ছিল ৪২। কিন্তু শনিবার (১৯ ডিসেম্বর) অ্যাডিলেড ওভালে জস হ্যাজেলউড ও প্যাট কামিন্স তোপে সেই রেকর্ড ভেঙে নতুন এক লজ্জার রেকর্ড গড়েছে বিরাট কোহলির দল। এদিন সকালেই দ্বিতীয় ইনিংসে দলটি গুটিয়ে যায় মাত্র ৩৬ রানে।

ভারতের একজন ব্যাটসম্যানও ছুঁতে পারেনি দুই অংক। ৪০ বল খেলে ৯ রান তুলে দলীয় সর্বোচ্চ রানের ইনিংসটি খেলেন মায়াঙ্ক আগারওয়াল। চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে ও রবিচন্দ্রন অশ্বিন আউট হন রানের খাতা না খুলেই। ৮ বলে ৪ রান তুলেন অধিনায়ক বিরাট কোহলি। 

ইনিংসের ২২ তম ওভারে কামিন্সের বলে বাম হাতে চোট পান মোহাম্মদ শামি। সেই চোট নিয়েই মাঠ ছাড়তে হয় তাকে। এর ফলে ভারতের ইনিংস গিয়ে থামে ৩৬ রান ৯ উইকেটের বিনিময়ে।

অস্ট্রেলিয়ার বোলিংয়ে নেতৃত্ব নিয়েছেন প্যাট কামিন্স। তিনি নিয়েছেন ৪ উইকেট ও জশ হ্যাজলউড ৫টি উইকেট নিয়েছেন।

এর আগে প্রথম ইনিংসে ২৪৪ রানে অলআউট হয় ভারত। জবাবে অজিরা প্রথম ইনিংসে ১৯১ রানে গুটিযে যায়। ফলে প্রথম ইনিংসে ৫৩ রানের লিড পায় ভারত। ৩৬ রানে ইনিংস শেষ করায় ৮৬ রানের টার্গেট পেয়েছে অস্ট্রেলিয়া।