Wednesday, 25 December 2024

   07:08:32 PM

logo
logo
ক্রিস্টালের বিপক্ষে লিভারপুলের জয়

4 years ago

আরএমপি নিউজঃ রোবের্তো ফিরমিনো ও মোহামেদ সালাহ’র জোড়া গোলে ক্রিস্টাল প্যালেসকে ৭-০ গোলে বিধ্বস্ত করেছে লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে শনিবার (১৯ ডিসেম্বর) ক্রিস্টালের মাঠে খেলতে যায় লিভারপুল। দলের হয়ে আরো একটি করে গোল করেন তাকুমি মিনামিনো, সাদিও মানে ও জর্ডান হেন্ডারসন।

ম্যাচের তৃতীয় মিনিটেই মিনামিনোর গোলে এগিয়ে যায়। পরে ৩৫তম মিনিৃটে স্কোরশিট দ্বিগুণ করেন সাদিও মানে। ৪৪তম মিনিটে গোল করে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে রেখে বিরতিতে যান ফিরমিনো।

দ্বিতীয়ার্ধে ৫২তম মিনিটে গোল করেন হেন্ডারসন। আর ৬৮তম মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন ব্রাজিলিয়ান তারকা ফিরমিনো। সালাহ দ্বিতীয়ার্ধে বদলি নেমে ৮১ ও ৮৪তম মিনিটের জোড়া গোলেই বড় জয় নিশ্চিত হয় অলরেডদের।