Wednesday, 25 December 2024

   07:20:15 PM

logo
logo
জয়ের ধারা অব্যাহত ম্যান সিটির

3 years ago

শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য বজায় রেখে নিউক্যাসল ইউনাইটেডকে সহজেই হারিয়েছে ম্যানচেস্টার সিটি। ইতিহাদ স্টেডিয়ামে শনিবার (১৬ ডিসেম্বর) ২-০ গোলে জিতে পয়েন্ট টেবলেপাঁচে ফিরল সিটি। 

ম্যাচের শুরু থেকে বল দখলে একচেটিয়া আধিপত্য রাখা সিটি ১৪ মিনিটে গোলের উদ্দেশে প্রথম শটেই সাফল্য পায়। রাহিম স্টার্লিংয়ের বাড়ানো বলে দলকে এগিয়ে নেন গিনদোয়ান।

ম্যাচের ৫৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তরেস। ডান দিক থেকে জোয়াও কানসেলোর ক্রস ঠিকমতো ক্লিয়ার করতে না-পারায় ডিফেন্ডার ফার্নান্ডেজের কাছ থেকে সহজেই বল জালে পাঠান স্প্যানিশ ফরোয়ার্ড৷

১৪ ম্যাচে সাতটি জয় ও পাঁচটি ড্র করে ২৬ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে ম্যান সিটি। আর সমান সংখ্যক ম্যাচ খেলে ১৮ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে রয়েছে নিউক্যাসল।