Wednesday, 25 December 2024

   07:09:32 AM

logo
logo
পাকিস্তানকে হারিয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে নিউজিল্যান্ড

3 years ago

পাকিস্তানকে হারিয়ে টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠে এলো নিউজিল্যান্ড। এই প্রথম টেস্ট ক্রিকেটের র‌্যাঙ্কিংয়ে এক নাম্বার দল হওয়ার স্বাদ পেল কিউইরা।

মাউন্টমাঙ্গানুইয়ে প্রথম টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের জন্য প্রয়োজন ৩৭৩ রান। হাতে সময় প্রায় দেড় দিন। এমন লক্ষ্যে ব্যাটিং করতে নেমে চতুর্থ দিন পাকিস্তান দুই ওপেনারকে হারায় শূন্য রানেই। সেখান থেকে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ায় মিসবাউল হকের দল। তবে শেষ পর্যন্ত শেষ রক্ষা হয়নি। ড্র-য়ের খুব কাছে গিয়ে ফিরতে হয়েছে মলিন মুখে। হারতে হয়েছে ১০১ রানে।