Wednesday, 25 December 2024

   06:51:25 AM

logo
logo
মেসির জোড়া গোলে জয় বার্সেলোনার

3 years ago

মেসির জোড়া গোলে স্প্যানিশ লা লিগায় অ্যাতলেটিক বিলবাওয়ের বিপক্ষে ৩-২ গোলে জয় পেয়েছে বার্সেলোনা।

বুধবার (৬ জানুয়ারি) রাতে অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠে ৩ বছর পর জিতল বার্সেলোনা। ম্যাচের ৩ মিনিটেই ইনাকি উইলিয়ামসের গোলে বার্সেলোনার বিপক্ষে এগিয়ে যায় বিলবাও। তবে বেশিক্ষণ তাদের এগিয়ে থাকতে দেয়নি বার্সা। ১৪ মিনিটের মাথায় গোলটি শোধ দেন পেদ্রি।

৩৮ মিনিটে লিওনেল মেসির গোলে লিড নেয় রোনাল্দ কোম্যানের শিষ্যরা। বিরতি থেকে ফিরে ৬২ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন আর্জেন্টাইন মহাতারকা।

যদিও এরপর একাধিকবার হ্যাটট্রিক করার সুযোগ পেয়েও সেটা কাজে লাগাতে পারেননি। অবশ্য ৯০ মিনিটে বিলবাওয়ের হয়ে গোল করেন ইকার মুনিয়াইন। শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানের স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।

এ জয়ের মধ্য দিয়ে ১৭ ম্যাচে ৯ জয় ও ৩ ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে তিন নম্বরে উঠে আসে বার্সেলোনা।