Wednesday, 25 December 2024

   07:15:04 AM

logo
logo
এবার এসি মিলানকে হারাল জুভেন্টাস

3 years ago

ইতালিয়ান সিরি-এ চলছে রোনালদোর জুভেন্টাস জয়রথ। এবার তারা হারাল ক্লাবের এই মৌসুমে অজেয় এসি মিলানকে।

গতকাল রাতে অনুষ্ঠিত ম্যাচে জুভেন্টাস ৩-১ গোলের ব্যবধানে হারায় এসি মিলানকে। ম্যাচের ১৮ মিনিটে গোল করে জুভেন্টাসকে এগিয়ে দেয় ফেডরিখ চিয়েসা। ৪১ মিনিটে মিলানের হয়ে গোল শোধ করেন ডেভিড কালাব্রিয়া।

প্রথমার্ধে অমিমাংসিতভাবে শেষ হলেও চিয়েসার দ্বিতীয় গোলে খেলার নিয়ন্ত্রন নেয় জুভেন্টাস। বদলি নেমে ম্যাককেনি ৭৬ মিনিটে দলের হয়ে করেন তৃতীয় গোলটি।

এ জয়ের ফলে ১৫ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে জুভেন্টাস চলে গেছে পয়েন্ট টেবিলের চারে। হেরেও ১৬ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে এসি মিলান।