Wednesday, 25 December 2024

   08:33:24 AM

logo
logo
শুরু হল বাংলাদেশ ক্রিকেট দলের প্রস্তুতি

3 years ago

করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজকে সামনে রেখে তাই বেশ জোরালোভাবেই শুরু হয়েছে সাকিব-তামিম-মুশফিকদের প্রস্তুতি। দলে ডাক পাওয়া ২৪ ক্রিকেটার সবাই অংশ নিয়েছেন এই অনুশীলনে।

প্রাথমিক দলে জায়গা না পাওয়া তারকা খেলোয়ার মাশরাফি বিন মর্তুজাকে ছাড়াই এই প্রস্তুতি চলছে। এরই মধ্যে ঢাকা এসেছে ওয়েস্ট ইন্ডিজ দলের ক্রিকেটারা। কোয়ারেন্টাইন শেষে তারা শুরু করবে তাদের প্রস্তুতি।  

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে খেলবে ২০ জানুয়ারি। এরপর দ্বিতীয় ওয়ানডে হবে ২২ জানুয়ারি এবং সর্বশেষ ওয়ানডে ২৫ জানুয়ারি। সিরিজের সূচি অনুযায়ী প্রথম টেস্ট হবে ৩ ফেব্রুয়ারি। আর শেষ টেস্ট হবে ১১ ফেব্রুয়ারি।