Wednesday, 25 December 2024

   07:47:34 AM

logo
logo
জুভেন্টাসের জয়ের দিনে ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা রোনালদো

3 years ago

ইতালিয়ান সিরি’আ লিগে জয় পেয়েছে জুভেন্টাস। তারা ৩-১ গোলে হারিয়েছে সাসসুয়োলোকে। এমন জয়ে গোল পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো, অ্যারন রামসি ও দানিলো। আর এই গোলের সুবাদে রোনালদো ক্লাব ও জাতীয় দল মিলে সর্বোচ্চ গোলের মাইলফলক স্পর্শ করেন। চেকোস্লোভাকিয়ার সাবেক স্ট্রাইকার ইয়োসেপ বিকান ও রোনালদো দুজনেরই গোল সংখ্যা ৭৫৯টি করে।

রোববার (১০ জানুয়ারি) রাতে নিজেদের মাঠ আলিয়াঞ্জ স্টেডিয়ামে ৫০ মিনিটে দানিলোর গোলে এগিয়ে যায় জুভেন্টাস। কিন্তু দশ জনের দল নিয়েও ৫৮ মিনিটে জর্জইরে ডেফরেলের গোলে সমতায় ফেরে সাসসুয়োলো।

পয়েন্ট হারানোর শঙ্কায় থাকা জুভেন্টাসকে ৮২ মিনিটে এগিয়ে দেন অ্যারন র‌্যামসে। আর যোগ করা সময়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

এই গোলের মধ্য দিয়ে একমাত্র ফুটবলার হিসেবে ইউরোপের ৫টি শীর্ষ লিগে টানা ১৫ মৌসুমে কমপক্ষে ১৫টি করে গোলের রেকর্ড গড়লেন রোনালদো।

১৬ ম্যাচে ৯ জয় ও ৬ ড্রয়ে ৩৩ পয়েন্ট নিয়ে চারে উঠেছে জুভেন্তাস। এক ম্যাচ বেশি খেলে ২৯ পয়েন্ট নিয়ে সাতে সাসসুয়োলো।