Sunday, 02 February 2025

   07:50:42 PM

logo
logo
আজ পিওএম কনফারেন্স রুম, আরএমপি, রাজশাহীতে রাজশাহী রেঞ্জ, আরএমপি ও অন্যান্য ইউনিটের পুলিশ সদস্যদের সাথে মাননীয় অ্যাডিশনাল আইজি (এফঅ্যান্ডডি) মহোদয় এঁর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

4 years ago

আরএমপি নিউজঃ মাননীয় অ্যাডিশনাল আইজি (এফঅ্যান্ডডি), বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা জনাব এস এম রুহুল আমিন মহোদয় প্রধান অতিথি হিসেবে অদ্য ১৬/০১/২০২১ খ্রিঃ সকাল ১১.০০ ঘটিকায় পিওএম কনফারেন্স রুম, আরএমপি, রাজশাহীতে রাজশাহী রেঞ্জ, আরএমপি ও অন্যান্য ইউনিটের পুলিশ সদস্যদের সাথে মতবিনিময় সভায় অংশ গ্রহন করেন। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি জনাব মোঃ আব্দুল বাতেন বিপিএম, পিপিএম মহোদয়। উক্ত মতবিনিময় সভায় আরোও উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন, রাজশাহী রেঞ্জ ও অন্যান্য ইউনিটের বিভিন্ন পদমর্যদার উর্দ্ধতন কর্মকতাগণ ও সকল পদের পুলিশ সদস্যবৃন্দ। মতবিনিময় সভায় পুলিশের বিভিন্ন সুযোগ সুবিধা ও সমস্যা নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ আবু কালাম সিদ্দিক, পুলিশ কমিশনার, আরএমপি রাজশাহী।